চট্টগ্রামে ক্ষ্যাপা মহিষের গুঁতোয় নিহত ১

চট্টগ্রামে দড়ি ছেঁড়া মহিষের শিংয়ের গুঁতোয় একজনের মৃত্যু হয়েছে; আহত হয়েছেন আরও চারজন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 May 2018, 05:35 AM
Updated : 17 Feb 2020, 09:42 AM

মঙ্গলবার সকালে বাকলিয়া থানায় রসুলবাগ আবাসিক এলাকার খাল পাড়ে এ ঘটনা ঘটে।

নিহত মজিবুল হাসান (৪০) রসুলবাগ আবাসিক এলাকার সি ব্লকে থাকতেন। সন্তানকে স্কুলে দিয়ে বাসায় ফেরার পথে তিনি ক্ষ্যাপা মহিষের সামনে পড়েন।

বাকলিয়া থানার এএসআই নিজাম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নুরুল ইসলাম নামে এক ব্যক্তির কয়েকটি মহিষ খাল পাড়ে বাঁধা ছিল। সকালে একটি মহিষ রশি ছিঁড়ে রাস্তায় এসে লোকজনের ওপর চড়াও হয়। এ সময় মজিবুলসহ চারজন আহত হন।

আহতদের মধ্যে দুইজনকে স্থানীয়রা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মজিবুরকে মৃত ঘোষণা করেন বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান।

তিনি বলেন, আহতদের মধ্যে সাকুরা বেগমকে (৩৮) মেডিকেলের ক্যাজুয়ালিটি ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।