চট্টগ্রামে ছুরিকাহত যুবকের মৃত্যু

চট্টগ্রামে ইয়াবা বিক্রির জেরে সাতদিন আগে ছুরিকাঘাতে আহত এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 April 2018, 05:19 PM
Updated : 23 April 2018, 05:19 PM

সোমবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে খোরশেদ আলম বাবু (৩৪) নামে ওই যুবক মারা যান বলে পুলিশ জানিয়েছে। বাবু ডবলমুরিং থানার হাজী পাড়ার বাসিন্দা আইয়ু্ব আলীর ছেলে।

ডবলমুরিং থানার ওসি একেএম মহিউদ্দিন সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাদক বিক্রির দ্বন্দ্ব নিয়ে রাজু নামে স্থানীয় এক যুবকের সাথে বাবুর বিরোধ ছিল।

দেড় মাস আগে বাবু,  রাজুকে ছুরিকাঘাতে আহত করেছিল জানিয়ে ওসি বলেন, "রাজু সুস্থ হয়ে গত ১৬ এপ্রিল বাবুকে ছুরিকাঘাত করে। চিকিৎসাধীন অবস্থায় রাতে চমেক হাসপাতালে রাজু মারা যায়।"

ওসি সেলিম জানান, রাজু পেশাদার ছিনতাইকারী ও মাদক বিক্রেতা ।  বাবুও মাদক বিক্রিতে জড়িত। হাজী পাড়ায় একটি জায়গায় বাসা তৈরি করে ভাড়া তোলা ও মাদক বিক্রি নিয়ে দুজনের মধ্যে দীর্ঘদিনের বিরোধ ছিল।