চট্টগ্রামে নৌযান থেকে ৬ টন জাটকা জব্দ

চট্টগ্রামে একটি মাছ ধরার নৌযান থেকে ছয় টন জাটকা জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 April 2018, 01:23 PM
Updated : 9 April 2018, 01:23 PM

সোমবার দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রমিজ আলমের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

অভিযানে নৌযানটির এক কর্মকর্তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রমিজ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এফভি সীমান্ত-১ নামের নৌযানটি সাগর থেকে ইলিশ ধরে।

“সেটি কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ে রাখা ছিল। সেখানে অভিযান চালিয়ে ছয় হাজার কেজি জাটকা জব্দ করা হয়েছে। ২৫ সেন্টিমিটারের কম দৈর্ঘ্যের মাছ ধরা আইনত নিষিদ্ধ।”

রমিজ আলম বলেন, নৌযানটির মালিককে পাওয়া যায়নি। তবে মেহেদী হাসান নামের এক কর্মকর্তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

“জব্দ করা মাছ জেলা মৎস্য কর্মকর্তার জিম্মায় দেওয়া হয়েছে। তারা মাছগুলো এতিম ও সুবিধা বঞ্চিতদের মধ্যে বিতরণ করবেন।”

জব্দ করা ইলিশের মূল্য প্রায় ৩০ লাখ টাকা।

অভিযানে জেলা মৎস্য দপ্তর এবং র‌্যাব-৭ এর একটি দল সহযোগিতা করে।