চট্টগ্রামে আগুনে পুড়েছে ৩৯ ঘর

চট্টগ্রামে পৃথক দুটি অগ্নিকাণ্ডে পুড়ছে ৩৮টি দোকান ও একটি বসত ঘর।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 March 2018, 07:03 AM
Updated : 24 March 2018, 07:03 AM

শনিবার ভোরে ও গভীর রাতে নগরীর পতেঙ্গা ও রাউজান উপজেলায় এ অগ্নিকাণ্ড ঘটে বলে ফায়ার সার্ভিস জানায়।

ফায়ার সার্ভিস চট্টগ্রাম বিভাগীয় নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা প্রহল্লাদ সিংহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নগরীর পতেঙ্গা থানায় নয়া বাজার এলাকায় ভোরে অগ্নিকাণ্ড ঘটে।

“এতে বাজারের বিভিন্ন ধরনের ৩৮টি দোকান পুড়ে অন্তত ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।”

প্রহল্লাদ জানান, ভোর ৫টার দিকে লাগা এ আগুন বন্দর ও ইপিজেড ফায়ার স্টেশনের চারটি গাড়ি কাজ করে নিয়ন্ত্রণে আনে।

এদিকে রাউজান উপজেলার নোয়াপাড়া সূর্য সেন পল্লীতে অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে গেছে একটি বসত ঘর।

ফায়ার সার্ভিস কর্মকর্তা প্রহল্লাদ জানান, রাত সাড়ে ১২টার দিকে লাগা এ আগুন কালুরঘাট ফায়ার স্টেশন থেকে একটি গাড়ি গিয়ে রাত পৌনে ৩টার দিকে নেভায়।

আগুনে অন্তত তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

বৈদ্যুতিক গোলযোগ থেকে দুইটি অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে ফায়ার সার্ভিস প্রাথমিক তদন্তে জানা যায়।