জনসভায় প্রধানমন্ত্রীর ভোট চাওয়া সংবিধান পরিপন্থী: আমীর খসরু

জনসভা করে প্রধানমন্ত্রীর নৌকায় ভোট চাওয়া সংবিধান পরিপন্থী বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 March 2018, 02:07 PM
Updated : 6 March 2018, 02:07 PM

খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।

নগরীর নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের সামনে চট্টগ্রাম মহানগর বিএনপি এই মানববন্ধন করে।

আমীর খসরু বলেন, বিএনপি জগণের শক্তির ওপর নির্ভর করে। আর আওয়ামী লীগ রাষ্ট্রীয় সন্ত্রাস অথবা অন্য শক্তির ওপর নির্ভর করে।

জনসভা করে প্রধানমন্ত্রীর ণৌকায় ভোট চাওয়া সংবিধান পরিপন্থি মন্তব্য করে তিনি বলেন, “অর্নিবাচিত প্রধানমন্ত্রী ঘুরে ঘুরে জনসভা করে নৌকা মার্কায় ভোট চাচ্ছেন। দলটি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে বিধায় এক বছর আগে থেকে তারা নৌকায় ভোট চাইছে।”

তিনি আরো বলেন, “প্রধানমন্ত্রী খুলনায় জনসভা করেছেন, আমরাও খুলনায় ১০ মার্চ সার্কিট হাউজে জনসভা করার অনুমতি চেয়েছি। প্রধানমন্ত্রী অনুমতি পেলেও আমাদের দেওয়া হচ্ছে না। হাদিস পার্ক চেয়েছি, সেখানেও গড়িমসি করছে।”

চট্টগ্রাম মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, কেন্দ্রীয় সদস্য শামসুল আলম প্রমুখ।