চট্টগ্রামে বাণী অর্চনায় শিক্ষার্থীদের সঙ্গে ‘বড়রাও’

বিদ্যাদেবী সরস্বতীর আরাধনায় চট্টগ্রামের পূজা মণ্ডপগুলোতে শিক্ষার্থীসহ সব বয়সী মানুষের সমাগম দেখা গেছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Jan 2018, 08:15 AM
Updated : 22 Jan 2018, 08:18 AM

সোমবার ভোর থেকেই নগরীর শিক্ষা প্রতিষ্ঠানসহ পাড়ার মণ্ডপগুলোতে পূজা দিতে সমবেত হয় শিক্ষার্থীরা। পাশাপাশি ঘরে ঘরে শুরু হয় পূজার আয়োজন।

নগরীর জে এম সেন হল প্রাঙ্গণে চট্টগ্রাম আইন কলেজ, আইনজীবী বিজয়া পরিষদ, ওমর গণি এমইএস কলেজ, বীণাপানি সংঘ, কর আইনজীবী সমিতি, চাটার্ড অ্যাকাউটেন্ট শিক্ষার্থী, সাউর্দান বিশ্ববিদ্যালয় এবং জে এম সেন হল সূর্য সেন মঞ্চে একযোগে আটটি পূজার আয়োজন করা হয়।

সকাল ৮টা থেকে এসব মণ্ডপগুলোতে একের পর এক শুরু হয় পুষ্পাঞ্জলি অর্পণ, চলে বেলা ১১টা পর্যন্ত।

এসময় শিশুদের হাতেখড়িও দেওয়া হয়। ব্রাহ্মণের সাথে মন্ত্র উচ্চারণ করে বিদ্যা দেবীর উদ্দেশ্যে অঞ্জলি দেন শিক্ষার্থী ও অভিভাবকরা।

বেলা সোয়া ১১টার দিকে মণ্ডপ পরিদর্শনে আসেন সিটি মেয়র ও নগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন।

নগরীর দেওয়ানজি পুকুর পাড়ে কুসুম কুমারি স্কুল প্রাঙ্গণে মণ্ডপ তৈরি করা হয় রামসুন্দর বসাক রচিত আদি শিশু পাঠ্য ‘বাল্য শিক্ষা’র আদলে।

সব বয়সী শিশু-কিশোররা সমবেত হয়ে বিদ্যা দেবীর আরাধনায় মগ্ন হন।

এছাড়া নগরীর পাড়ার মণ্ডপগুলোতে পূজার আরতি, প্রসাদ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

লাল-সাদা শাড়ি ও পাঞ্জাবি পড়ে নানা বয়সী মানুষ অংশ নেয় পূজার আয়োজনে।