চট্টগ্রামে সিটি করপোরেশনের নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামে সিটি করপোরেশনের একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Jan 2018, 07:41 AM
Updated : 21 Jan 2018, 07:41 AM
রোববার সকালে খুলশী থানার বাটালি হিল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত চন্দন পাল (৩০) ওই ভবন রংয়ের কাজ করছিলেন।

খূলশী থানার এসআই শংকর দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে সিটি করপোরেশনের নির্মাণাধীন ভবনটিতে কাজ করার সময় সাত তলা থেকে নিচে পড়ে যান চন্দন।

সিটি করপোরেশনের সাবেক মেয়র এম মনজুর আলমের সময়ে নিম্ন আয়ের মানুষের বসবাসের জন্য ওই ভবনের নির্মাণ কাজ শুরু হয়েছিল। বর্তমান মেয়র আ জ ম নাছির উদ্দিন ওই ভবনে সিটি করপোরেশনের অস্থায়ী অফিস করার সিদ্ধান্ত নিয়েছেন।

আন্দরকিল্লায় বর্তমান নগর ভবনের জায়গায় নতুন ভবন নির্মাণের কাজ শুরু হলে বাটালি হিলের ওই ভবনে অস্থায়ীভাবে সিটি করপোরেশনের কার্যক্রম চালানোর পরিকল্পনা রয়েছে তার।