চট্টগ্রামে ছাত্রলীগ নেতাকে গুলির ঘটনায় গ্রেপ্তার ১

চট্টগ্রামে ছাত্রলীগ নেতা এনামুল হক মানিককে গুলির ঘটনায় মো. রমজান নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Dec 2017, 11:53 AM
Updated : 11 Dec 2017, 12:39 PM

রোববার গভীর রাতে চান্দগাঁও থানার খাজা রোড থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে বাকলিয়া থানার ওসি প্রণব চৌধুরী জানান।

পুলিশ বলছে, গ্রেপ্তার রমজান (৪০) একজন পেশাদার সন্ত্রাসী। তার বিরুদ্ধে অস্ত্র ও দ্রুত বিচার আইনে কোতোয়ালি থানায় পাঁচটি মামলা রয়েছে।

গত ৬ ডিসেম্বর গভীর রাতে কালামিয়া বাজার এলাকায় ১৮ নম্বর বাকলিয়া ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক এনামুল হক মানিককে গুলি করে আহত করা হয়।

ওই ঘটনার জন্য রমজানকে আসামি করে একটি মামলা করেন মানিকের ভাই আরজু।

ওসি প্রণব বলেন, “কালামিয়া বাজার এলাকার বালু ব্যবসায়ী সোলায়মান আগামী সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে প্রার্থী হতে ইচ্ছুক। আর ছাত্রলীগ নেতা মানিক বর্তমান কাউন্সিলর হারুণ অর রশীদের ঘনিষ্টজন হিসেবে এলাকায় পরিচিত।

“তাই লোক পাঠিয়ে মানিকের ক্ষতি করে সোলায়মান নিজের জায়গা পরিষ্কার করতে চেয়েছিল বলে আমরা জানতে পেরেছি।”

রমজানকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে ওসি বলেন, “সে অর্থিক সংকটে থাকায় বিষয়টি সোলায়মানকে জানায়। সেই সুযোগ কাজে লাগিয়ে রমজানের মাধ্যমে সোলায়মান মানিকের ক্ষতি করার চেষ্টা করে।”

জিজ্ঞাসাবাদে রমজান বলেছেন, মানিককে গুলি করার পাঁচদিন আগে সোলায়মান তাকে অস্ত্র সরবরাহ করেন। ঘটনার দিন তিনি মানিককে গুলি করে কুমিল্লায় পালিয়ে যান।

রোববার রমজান চট্টগ্রামে ফেরার পর গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে বলে জানান ওসি প্রণব।

তিনি বলেন, এলাকায় সোলায়মানের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তাকে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।