মাছ-মুরগির খাবার তৈরিতে বিষাক্ত শুঁটকি, একজনের সাজা

মাছ ও মুরগির খাবার তৈরিতে বিষাক্ত শুঁটকি ব্যবহারের অভিযোগে এক ব্যক্তিকে একমাসের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Nov 2017, 01:42 PM
Updated : 18 Nov 2017, 01:42 PM

শনিবার নগরীর শাহ আমানত সেতু সংলগ্ন কর্ণফুলী নদী তীর এলাকায় র‌্যাবের সহযোগিতায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মোরাদ আলী।

অভিযানে ৭০ টন বিষাক্ত শুঁটকিও জব্দ করে আদালত।

ভ্রাম্যমাণ আদালত আবদুল আলিম ওরফে আলম মাঝিকে (৩৫) একমাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে।

ম্যাজিস্ট্রেট মোরাদ আলী জানান, মাছ ও মুরগির খাবার তৈরিতে বিষাক্ত শুঁটকি মাছ নতুন ব্রিজ এলাকার পরিবেশ এমনভাবে দূষণ করছে, যা ওই এলাকার মানুষের জন্য মারাত্মক ক্ষতিকর।

তিনি জানান, অসাধু ব্যবসায়ীরা শুঁটকিতে এক ধরনের রাসায়নিক ব্যবহার করে, শুঁটকিকে পোকার আক্রমণ থেকে রক্ষা করে। কিন্তু এই রাসায়নিক মানব স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর।