চট্টগ্রামে দুই সাংবাদিকের ওপর হামলা, ২ ছিনতাইকারী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর জামালখান এলাকায় হামলায় চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতিসহ দুই সাংবাদিক আহত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Nov 2017, 07:03 AM
Updated : 15 Nov 2017, 07:52 AM

মঙ্গলবার গভীর রাতে নগরীর জামালখান মোড়ে রিকশায় আসার পথে হামলার শিকার হন সিইউজের সভাপতি বাংলাদেশ প্রতিদিন পত্রিকার চট্টগ্রাম ব্যুরো প্রধান রিয়াজ হায়দার চৌধুরী ও যুগ্ম সম্পাদক স্বরূপ ভট্টচার্য।

তাদের অভিযোগের ভিত্তিতে কায়সার হামিদ ও সাখাওয়াত হোসেন নামে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

হামলার শিকার দুই সাংবাদিক জানান, তারা রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্বরূপ ভট্টচার্যের অসুস্থ বাবা এবং দুর্ঘটনায় আহত সাংবাদিক স ম ইব্রাহীমকে দেখে রিকশা করে বাসায় ফিরছিলেন।

রিকশা জামাল খান মোড়ে পৌঁছালে পেছন দিক থেকে মোটর সাইকেলে করে দুই যুবক এসে তাদের রিকশাকে ধাক্কা দেয়। এসময় তারা দুইজনকে মারধর করে তাদের কাছ থেকে মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

তারা দৌড়ে এসে জামাল খান প্রেস ক্লাবের সামনে পুলিশকে অবহিত করে। পরে পুলিশ ওই দুইজনকে গ্রেপ্তার করে।

কোতয়ালি থানার ওসি জসিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসীরা হামলা করেছে। দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এই ঘটনায় রিয়াজ হায়দার বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করেছেন বলেও জানান তিনি।