স্কুলছাত্রীর বিয়ে আটকেছে পুলিশ

পুলিশের হস্তক্ষেপে চট্টগ্রামে নবম শ্রেণি পড়ুয়া এক ছাত্রীর বিয়ে বন্ধ করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Oct 2017, 10:52 AM
Updated : 16 Oct 2017, 10:53 AM

সোমবার সাতকানিয়া থানায় ছেলে ও মেয়ে পক্ষকে থানায় ডেকে নিয়ে বিয়ের সব আনুষ্ঠানিকতা বন্ধ করা হয় বলে ওসি রফিকুল হোসেন জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি রফিকুল বলেন, উপজেলার কেওচিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণি পড়ুয়া ছাত্রীর সাথে পৌর এলাকার আহমেদ হোসেনের সৌদি প্রবাসী ছেলে ইকবাল হোসেনের (২৫) বিয়ের দিন ছিল আগামী বৃহস্পতিবার।

“ছেলে ভালো আয়-রোজগার করে বলে ওই স্কুলছাত্রীর বাবা ইকবালের সাথে বিয়ে ঠিক করেছিলেন।”

ওসি বলেন, “স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানতে পেরে দুই পক্ষকে থানায় ডাকা হয়। দুপুরে উভয় পক্ষকে বাল্যবিয়ের কুফল সম্পর্কে বলে বিয়ে বন্ধ করা হয়। বিয়ের জন্য ঠিক করা ক্লাবের বুকিংসহ অন্যান্য বিষয়গুলো বন্ধ করা হয়।”

এসময় পৌরসভার এক নম্বর ওয়ার্ড কাউন্সিলর এনামুল কবির, মেয়ের বাবা, ছেলের স্বজনরা উপস্থিত ছিলেন।

পরে পাত্র ইকবাল হোসেনকে ফুল দিয়ে স্বাগত জানান ওসি।