সুদীপ্ত হত্যায় গ্রেপ্তার মোক্তার রিমাণ্ডে

চট্টগ্রামে ছাত্রলীগ নেতা সুদীপ্ত বিশ্বাস হত্যাকাণ্ডে গ্রেপ্তার মোক্তার হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য চারদিনের হেফাজতে নেওয়ার অনুমতি পেয়েছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Oct 2017, 12:42 PM
Updated : 14 Oct 2017, 12:59 PM

চট্টগ্রাম মহানগর হাকিম শফি উদ্দিন শনিবার এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা ও সদরঘাট থানার পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মোক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছিল।

“আদালত শুনানি শেষে চারদিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন।”

গত ৬ অক্টোবর সকালে বন্দরনগরীর দক্ষিণ নালাপাড়ার নিজ বাসা থেকে ডেকে নিয়ে পিটিয়ে খুন করা হয় নগর ছাত্রলীগের সহ-সম্পাদক সুদীপ্ত বিশ্বাসকে। এ ঘটনায় সুদীপ্তর বাবা বাদী হয়ে সদরঘাট থানায় অজ্ঞাতনামা সাত থেকে আটজনকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন।

নগরীর বড়পুল এলাকায় শাহী বাস কাউন্টার থেকে শুক্রবার রাতে পুলিশ মোক্তারকে গ্রেপ্তার করে।

পুলিশ জানিয়েছে, ভোলায় শ্বশুর বাড়িতে পালিয়ে যাওয়ার জন্য তিনি স্ত্রী-সন্তানদের নিয়ে বাস কাউন্টারে গিয়ে অপেক্ষা করছিল।

দুপুরে সংবাদ সম্মেলনে নগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) এসএম মোস্তাইন হোসেন বলেন, “মোক্তার প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তিনি এ ঘটনার সাথে জড়িত আরও কয়েকজনের নাম প্রকাশ করেছেন, সেগুলো আমরা ভেরিফাই করছি।”

আদালতের নির্দেশ পাওয়ার পর মোক্তারকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানান সদরঘাট থানার পরিদর্শক রুহুল আমিন।