চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তন ২১ ডিসেম্বর

চলতি বছরের ডিসেম্বরে চতুর্থ সমাবর্তন করতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Nov 2015, 05:14 PM
Updated : 3 Nov 2015, 05:14 PM

১১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত অনলাইনে সমাবর্তনে নিবন্ধনের জন্য আবেদন করা যাবে।

২১ ডিসেম্বরের চতুর্থ সমাবর্তন হতে যাচ্ছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোহাম্মদ কামরুল হুদা।

তিনি বলেন,“ডিসেম্বরের ২১ তারিখ চ্যান্সেলর ও মহামান্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে সদয় সম্মতি জানিয়েছেন।”

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়,সমাবর্তনে ২০০৪ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত পরীক্ষায় উত্তীর্ণ স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রিধারীদের সনদ দেওয়া হবে।

২০০৮ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত পিএইচডি, এমফিল, এমএস, চিকিৎসা বিজ্ঞান, নার্সিং ও সাধারণ ডিগ্রিধারীদেরও সনদ ও চ্যান্সেলর পদক দেওয়া হবে।

সমাবর্তন সম্পর্কিত কোনো তথ্য (01814 201717, 01815620411, 01716 125720) এ তিনটি নম্বারে ফোন করে জানা যাবে।

এছাড়া প্রশাসনিক ভবনের নিচ তলায় ‘সমাবর্তন হেল্প ডেস্ক’ এ যোগাযোগ করার জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়।