বিরোধের জের ধরে শহীদকে রাতে তাকে মারধর করা হয়।
Published : 02 Feb 2025, 01:18 PM
চট্টগ্রামের ফটিকছড়িতে পূর্ব বিরোধের জেরে এক শ্রমিককে ‘পিটিয়ে খুন’ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
উপজেলার ভুজপুর থানার দাঁতমারা ইউনিয়নের বড় বাতুয়া ৪ নম্বর ওয়ার্ডে শনিবার রাতে এ ঘটনা ঘটেছে।
মারা যাওয়া ৩৫ বছর বয়সী মো. শাহীদ কুমিল্লায় বাড়ি হলেও তিনি ফটিকছড়ি শান্তিরহাটে থাকতেন। সেখানে বালু শ্রমিকের কাজ করতেন শহীদ।
দাঁতমারা ফাঁড়ির দায়িত্বরত পরিদর্শক দেওয়ান শাসমুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শহীদের সাথে এলাকার আরেকজনের বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ ছিল। ওই বিরোধের জের ধরে শনিবার রাতে তাকে মারধর করা হয়। পরে হাসপাতালে নেওয়ার পর শহীদকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।"
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন পরিদর্শক শামসুদ্দিন।