খুলশী থানার ওসি মুজিবুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন এক পুলিশ কর্মকর্তা।
Published : 22 Mar 2025, 01:13 AM
চট্টগ্রামে ঈদ শুভেচ্ছা ব্যানার টাঙানো নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি ও সংঘর্ষ হয়েছে। এতে অন্তত চারজন আহত হয়েছেন; তাদের মধ্যে গুলিবিদ্ধ হয়েছেন দুইজন।
শুক্রবার রাতে খুলশী থানার কুসুমবাগ এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) মো. জাহাঙ্গীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঈদের শুভেচ্ছা ব্যানার টাঙানো নিয়ে দুই পক্ষের গোলাগুলি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চারজন আহত হয়েছেন। এর মধ্যে গুলিবিদ্ধ হয়েছেন দুইজন। আর দুজন ছরিকাঘাতে জখম হয়েছেন।
এই পুলিশ কর্মকর্তা বলেন, আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসাতালে পাঠানো হয়েছে। তবে তিনি তাদের নাম জানাতে পারেননি।
বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং পুলিশ মোতায়েন রয়েছে বলে জানান তিনি।
স্থানীয় লোকজনের বরাতে জানা গেছে, ছাত্রদল নেতা শরীফুল ইসলাম তুহিনের অনুসারীদের সাথে বিএনপি নেতা শাহ আলমের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
ঘটনার পর খুলশী থানার ওসি প্রত্যাহার
কুসুমবাগে বিএনপির দুই পক্ষের গোলাগুলির পর খুলশী থানার ওসি মুজিবুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন এক পুলিশ কর্মকর্তা।
তিনি বলেন, ঘটনার পরপরই ওয়্যারলেস সেটে কমিশনার স্যার খুলশীর ওসিকে প্রত্যাহার করে পুলিশ লাইনে পাঠানোর আদেশ দিয়েছেন।
কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মো. আফতাব হোসেনকে খুলশী থানার ওসি হিসেবে যোগদানের নির্দেশ দিয়েছেন বলে জানান ওই কর্মকর্তা।