এ ঘটনায় ওসমানের বড় ভাই মোহাম্মদ মানিককে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ।
Published : 12 Nov 2024, 07:53 PM
চুরি করায় ‘শাসন’ করতে গিয়ে বড় ভাইয়ের ইটের আঘাতে ছোটজনের মৃত্যু হয়েছে চট্টগ্রামের বাঁশখালীতে।
উপজেলার সরল ইউনিয়নে সোমবার গভীর রাতে গালমন্দ করার এক পর্যায়ে বড়ভাই ইট দিয়ে আঘাত করলে ওসমান গনি (২০) নামের ওই যুবক মারা যান।
এ ঘটনায় ওসমানের বড় ভাই মোহাম্মদ মানিককে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ।
তারা সরল ইউনিয়নের উত্তর সরল গ্রামের হারুনুর রশিদের ছেলে।
বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কয়েকদিন আগে ওসমান তারা চাচার বাড়িতে গিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি করেন। ঘটনা জানাজানি হওয়ার পর ওসমানকে বকাঝকা এবং মারধর করেন মানিক।
“পরে ওসমান স্বর্ণালংকারগুলো ফেরত দিলেও টাকা পুরোপুরি ফেরত দিতে পারেননি। সোমবার রাতে মানিক ভাইকে শাসন করার সময় ইট দিয়ে আঘাত করলে ওসমান গুরুতর আহত হন। স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
ওসি সাইফুল বলেন, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পুলিশ গিয়ে হাসপাতাল থেকে মঙ্গলবার ভোর রাতে মানিককে গ্রেপ্তার করে।
ওসমানের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।