ঈদ জামাতের প্রস্তুতিতে মসজিদ প্রাঙ্গণে পর্যাপ্ত ফ্যান ও সামিয়ানার ব্যবস্থা করা হয়েছে। অজু করার জন্য মসজিদের অজুখানার পাশাপাশি অতিরিক্ত গাড়িতে পানির ব্যবস্থা করা হয়েছে।
Published : 28 Mar 2025, 07:09 PM
চট্টগ্রামে এবার ঈদুল ফিতরের প্রধান জামাত হবে সকাল ৮টায় জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে।
শুক্রবার দুপুরে জমিয়তুল ফালাহ মসজিদের মাঠ পরিদর্শন করে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রামের কেন্দ্রীয় ঈদ জামাতের জন্য জমিয়তুল ফালাহ ঈদগাহ ময়দান ‘সম্পূর্ণ প্রস্তুত’।
মেয়র নগরবাসীকে ঈদের শুভেচ্ছা জানান এবং রমজানের শিক্ষাকে হৃদয়ে ধারণ করে চট্টগ্রামের উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
সকাল ৮টায় প্রধান জামাতের পার সকাল সাড়ে ৮টায় জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদে হবে দ্বিতীয় জামাত।
প্রথম ও প্রধান জামাতে ইমামতি করবেন জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদের খতিব হযরতুল আল্লামা সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দীন আল কাদেরী। এরপর দ্বিতীয় জামাতে ইমামতি করবেন জাতীয় মসজিদের পেশ ইমাম।
ঈদ জামাতের প্রস্তুতিতে মসজিদ প্রাঙ্গণে পর্যাপ্ত ফ্যান ও সামিয়ানার ব্যবস্থা করা হয়েছে। অজু করার জন্য মসজিদের অজুখানার পাশাপাশি অতিরিক্ত গাড়িতে পানির ব্যবস্থা করা হয়েছে।
নিরাপত্তায় থাকছে সিসিটিভি মনিটরিং এবং আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য।
এছাড়া নগরীর লালদীঘির পাড়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশন শাহী জামে মসজিদে ঈদ জামাত হবে সকাল ৮টায়।
পাশাপাশি চট্টগ্রাম সিটি করপোরেশনের তত্ত্বাবধানে সকাল ৮টায় ঈদ জামাতের জন্য প্রস্তুত করা হয়েছে হযরত শেখ ফরিদ (র.) চশমা ঈদগাহ মসজিদ, সুগন্ধা আবাসিক এলাকা জামে মসজিদ, চকবাজার সিটি কর্পোরেশন জামে মসজিদ, জহুর হকার্স মার্কেট জামে মসজিদ, দক্ষিণ খুলশী (ভিআইপি) আবাসিক এলাকা জামে মসজিদ, আরেফীন নগর কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদ, সাগরিকা গরুবাজার জামে মসজিদ এবং সাগরিকা এলাকার মা আয়েশা সিদ্দিকী চসিক জামে মসজিদ।
তবে অন্যান্য বছর নগরীর ৪১টি ওয়ার্ডে চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) ওয়ার্ড কাউন্সিলদের ব্যবস্থাপনায় একটি করে যে ঈদ জামাতের আয়োজন করা হত, সেটি এবার হচ্ছে না।
সিটি কর্পোরেশনের একজন কর্মকর্তা জানান, এবার কোনো কাউন্সিলর না থাকায় ওয়ার্ড পর্যায়ে সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় ঈদ জামাত আয়োজন করা হচ্ছে না। তবে স্থানীয় মসজিদ ও ঈদগাহে ঈদের জামাত স্থানীয়রা আয়োজন করবেন। সেখানে করপোরেশন প্রয়োজনীয় সহযোগিতা করবে।