এ নিয়ে জেলায় এক সপ্তাহে মশাবাহিত এ রোগে ৫ জনের মৃত্যু হল যাদের চারজনই নারী।
Published : 16 Sep 2024, 07:38 PM
চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক সন্তানসম্ভবা নারীর মৃত্যু হয়েছে।
এ নিয়ে জেলায় এক সপ্তাহে ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু হল যাদের চারজনই নারী। আর চলতি মাসে মৃত্যু বেড়ে হল ৭ জনের।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের দেওয়া তথ্য মতে, সোমবার নগরীর বেসরকারি পার্ক ভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় উম্মে হানি আকতার (২২) নামের ওই নারী মারা যান। তিনি খাগড়াছড়ি জেলার গুইমারার বাসিন্দা।
ডেঙ্গু নিয়ে গত ১১ সেপ্টেম্বর তিনি হাসপাতালে ভর্তি হন। ’এক্সপানডেন্ড ডেঙ্গু সিনড্রোমে’ মারা যাওয়া উম্মে হানি ৩৫ সপ্তাহের অন্ত:সত্ত্বা ছিলেন বলে সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে বলা হয়।
এর আগে ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু আক্রান্ত কক্সবাজারের চকরিয়ার শাকিলা আকতার (২৬) ও চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা এলাকার বাসিন্দা শান্তা সরদার (২০) নামে দুই নারীর মৃত্যু হয়।
এদের মধ্যে শান্ত সেদিনই সকালে সন্তানের জন্ম দিয়ে রাতে মারা যান।
এরপর ১১ সেপ্টেম্বর চমেক হাসপাতালে চিকিৎসাধীন বান্দরবানের বাসিন্দা ওয়াহিদুর রহমান নয়ন (১৬) মারা যান।
এর দুই দিন পর একই হাসপাতালে মারা যান নগরীর বায়েজিদ এলাকার বাসিন্দা মেরিনা আকতার (৪৬)।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে জেলায় ১২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে নারী ৮ জন, পুরুষ ৩ জন এবং শিশু একজন।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুসারে, শেষ ২৪ ঘণ্টায় নতুন ৩৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।
এ নিয়ে সেপ্টেম্বরের প্রথম ১৬ দিনে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৬৭ জনে। গত অগাস্টে মোট আক্রান্ত ছিল ২০২ জন।