বিশ্বকাপে ফাইনালের আগ পর্যন্ত অপ্রতিরোধ্য ছিল ভারত। শেষ দিন নিজেদের দাপট দেখাতে পারেনি স্বাগতিকরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে হতে হয়েছে রানার্স-আপ। সাচিন টেন্ডুলকারের মতে, ভারতের হৃদয়ভঙ্গের কারণ এই একটি খারাপ দিন।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে রোববার লক্ষাধিক ভারতীয় দর্শকের নীল সমুদ্রকে হলুদ বেদনায় ডুবিয়েছে অস্ট্রেলিয়া। ৬ উইকেটের অনায়াস জয়ে তারা ঘরে তুলেছে ষষ্ঠ বিশ্বকাপ ট্রফি। আরও একবার আইসিসি টুর্নামেন্টের ফাইনাল থেকে খালি হাতেই ফিরতে হয়েছে ভারতকে।
অথচ টুর্নামেন্টের শুরু থেকে ফাইনালের আগের দিন পর্যন্ত বাকি সব দলের ধরাছোঁয়ার বাইরে ছিল ভারত। প্রথম পর্বের নয় ম্যাচের প্রতিটিতে তারা জিতেছে বড় ব্যবধানে। সেমি-ফাইনালে লড়াই জমালেও শেষ পর্যন্ত ৭০ রানে হেরেছে নিউ জিল্যান্ড। ফাইনালে তাই কাগজে-কলমে কিছুটা এগিয়েই রাখা হয়েছিল ভারতকে।
মাঠে দেখা গেছে উল্টোটা। রোহিত শার্মার উড়ন্ত শুরু এবং ভিরাট কোহলি ও লোকেশ রাহুলের ফিফটির পরও ভারতকে আড়াইশ ছুঁতে দেয়নি অস্ট্রেলিয়া। পরে পঞ্চাশের আগে ৩ উইকেট হারালেও ট্রাভিস হেডের সেঞ্চুরি, মার্নাস লাবুশেনের ফিফটিতে ৪২ বল আগেই ম্যাচ জিতে নিয়েছে তারা।
আরও একবার স্বপ্নভঙ্গের পর সামাজিক মাধ্যমে রোহিতের দলের পাশে দাঁড়িয়েছেন দেশটির সাবেক ক্রিকেটাররা। এক্সে (সাবেক টুইটার) দেওয়া বার্তায় অস্ট্রেলিয়াকে অভিনন্দন জানানোর পাশাপাশি নিজ দেশকে গর্বের কথা লিখেছেন টেন্ডুলকার।
“ষষ্ঠ বিশ্বকাপ জেতায় অস্ট্রেলিয়াকে অভিনন্দন। বড় মঞ্চে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনে তারা তুলনামূলক ভালো ক্রিকেট খেলেছে।”
“দুর্ভাগ্য ভারতীয় দলের। নিখুঁত একটি টুর্নামেন্টে স্রেফ একটি খারাপ দিন হৃদয় ভঙ্গের কারণ হতে পারে। ক্রিকেটার, দর্শক, শুভাকাঙ্ক্ষীদের হতাশা, তারা কিসের মধ্য দিয়ে যাচ্ছে, তা আমি অনুভব করতে পারি। পরাজয় খেলারই অংশ। তবে আমাদের মনে রাখতে হবে, টুর্নামেন্টজুড়ে এই দল (মাঠে) আমাদের জন্য নিজেদের সবটা দিয়েছে।”
ভারতের সাবেক ব্যাটসম্যান ভিভিএস লাক্সমানের মতে, ফাইনালে হেরে যাওয়ায় বিশ্বকাপজুড়ে ভালো খেলা ভারতের অর্জন কমে যায় না।
“ভারতের জন্য হৃদয় বিদারক। তবে বিশ্বকাপে মনে রাখার মতো যাত্রায় রোহিত ও তার দলের মাথা উঁচু রাখা উচিত। একটি পরাজয় এই দলের পরিচায়ক নয়।”
“ষষ্ঠ বিশ্বকাপ জেতায় অস্ট্রেলিয়া দল ও অসাধারণ সেঞ্চুরির জন্য ট্রাভিস হেডকে অভিনন্দন। নিশ্চিতভাবেই রোহিত অনেক হতাশ হবে। তবে যেভাবে গত সাত সপ্তাহ ধরে সে ও তার দল খেলেছে, তাতে তার গর্ব করা উচিত।”
২০১১ সালে ভারতের সবশেষ বিশ্বকাপ জয়ে টুর্নামেন্ট সেরার স্বীকৃতি পান ইউভরাজ সিং। এক যুগ পর আরও একবার শিরোপার খুব কাছ থেকে ফেরা দলকে সামনের দিনগুলোর জন্য সাহস জোগালেন সাবেক এই স্পিনিং অলরাউন্ডার।
“বিশ্বকাপজুড়ে দুর্দান্ত এই যাত্রায় অভিনন্দন। ফাইনালের ফল হয়তো আমাদের পক্ষে আসেনি। তবে তোমরা অনেক না ভোলার মতো মুহূর্তের জন্ম দিয়েছ এবং আমাদের গর্বিত করেছ। দল হিসেবে তোমরা যা অর্জন করেছ, পুরো দেশকে এক সুতোয় গেঁথেছ। মাথা উঁচু রেখে পরবর্তী লক্ষ্যের দিকে তাকাও।”
“খুব ভালো করেছ হিটম্যান রোহিত। সামনে থেকে নেতৃত্ব দিয়েছ এবং ইতিহাস সৃষ্টি করেছ। ‘ম্যান অব দা টুর্নামেন্ট’ জেতায় ভিরাট কোহলিকে অভিনন্দন। এটি তোমার প্রাপ্য।”
একই বার্তায় শিরোপাজয়ী অস্ট্রেলিয়াকেও অভিনন্দন জানান ইউভরাজ।
“বিশ্বকাপ জেতায় ক্রিকেট অস্ট্রেলিয়াকে অভিনন্দন। এটি তোমাদের দিন ছিল এবং তোমরা ভালো খেলে এটি অর্জন করেছ।”