এশিয়া কাপের আগে আফগান দলে ফিরলেন নুর

পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কায় হতে যাওয়া ওয়ানডে সিরিজের দলে নুর আহমাদকে ফেরাল আফগানিস্তান।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 August 2023, 01:41 PM
Updated : 6 August 2023, 01:41 PM

এক সিরিজ পরই ওয়ানডে দলে ফিরলেন নুর আহমাদ। তরুণ বাঁহাতি লেগ স্পিনারকে ছাড়াই বাংলাদেশ সফরের এক দিনের ম্যাচগুলো খেলে আফগানিস্তান। তবে এশিয়া কাপের পরিকল্পনায় থাকায় পরের সিরিজেই তাকে দলে ফেরাল আফগানরা।

চলতি মাসের শেষ দিকে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলবে আফগানিস্তান। শ্রীলঙ্কায় হতে যাওয়া এই সিরিজ দিয়ে এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো দুটি বড় টুর্নামেন্টের আগে নিজেদের দল গুছিয়ে নিতে চায় তারা।

নুরকে ফিরিয়ে রোববার ১৮ জনের দল ঘোষণা করা হয়েছে। বাংলাদেশের বিপক্ষে সবশেষ সিরিজের দল থেকে বাদ পড়েছেন ইজহারুলহাক নাভিদ, নিজাত মাসুদ, জিয়া উর রেহমান।

গত নভেম্বরে আন্তর্জাতিক অভিষেকের পর এখন পর্যন্ত তিনটি ওয়ানডে খেলেছেন নুর। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দুই ম্যাচে ওভারপ্রতি ৭.২৯ রান খরচ করে স্রেফ ২ উইকেট নেন তিনি।

তবে সবশেষ আইপিএলে গুজরাট টাইটান্সের হয়ে দারুণ বোলিং করে ১৬ উইকেট নেন ১৮ বছর বয়সী স্পিনার। এছাড়া অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ, পাকিস্তান সুপার লিগ, লঙ্কা প্রিমিয়ার লিগ, দা হান্ড্রেডেও তিনি নিয়মিত খেলেন।

আগামী ২২ অগাস্ট মাঠে গড়াবে প্রথম ওয়ানডে। পরের দুই ম্যাচ ২৪ ও ২৬ তারিখ। প্রথম দুটি ম্যাচ হবে হাম্বানটোটায়। শেষটি কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে।

এই সিরিজ শেষ হওয়ার সপ্তাহখানেকের মধ্যে এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচ খেলবে আফগানিস্তান।

আফগানিস্তান ওয়ানডে দল: হাশমাতউল্লাহ শাহিদি (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, ইকরাম আলিখিল, ইব্রাহিম জাদরান, রিয়াজ হাসান, রেহমাত শাহ, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ নাবি, আজমতউল্লাহ ওমারজাই, রাশিদ খান, নুর আহমাদ, মুজির উর রেহমান, ফাজাল হাক ফারুকি, আব্দুল রহমান, মোহাম্মদ সালিম শাফি, ওয়াফাদার মোমান্দ।

রিজার্ভ: ফরিদ আহমেদ মালিক, শহিদউল্লাহ কামাল