ব্রাজিলের বিপক্ষে ম্যাচের আগে ইংল্যান্ড দলে চোটের ছোবল

বুকায়ো সাকার চোট আর্সেনালের জন্যও অনেক বড় দুর্ভাবনার কারণ হতে পারে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 March 2024, 08:04 PM
Updated : 21 March 2024, 08:04 PM

ব্রাজিলের বিপক্ষে ম্যাচের দুই দিন আগে বড় ধাক্কা খেল ইংল্যান্ড দল। চোট পেয়ে ছিটকে গেলেন ছন্দে থাকা ফরোয়ার্ড বুকায়ো সাকা।

ক্লাব ছেড়ে জাতীয় দলে যোগ দিয়েছিলেন ২২ বছর বয়সী এই ফুটবলার। কিন্তু চোটের কারণে অনুশীলন করতে পারেননি তিনি।

তার চোটের ধরন বা কতটা গুরুতর, এসবের কিছুই ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়নি। তাদের বিবৃতিতে বলা হয়েছে, এরই মধ্যে আর্সেনালে ফিরে গেছেন সাকা।

বাংলাদেশ সময় শনিবার পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে মাঠে নামবে ইংল্যান্ড। ওয়েম্বলি স্টেডিয়ামে রাত একটায় শুরু হবে প্রীতি ম্যাচটি। এর তিন দিন পর বেলজিয়ামের বিপক্ষেও ঘরের মাঠে খেলবে গ্যারেথ সাউথগেটের দল।

সাকার চোট আর্সেনালের জন্যও অনেক বড় দুর্ভাবনার কারণ হতে পারে। আন্তর্জাতিক ফুটবলের বিরতি শেষে ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষস্থান ধরে রাখার লক্ষ্যে আগামী ৩১ মার্চ ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে মিকেল আর্তেতার দল।