মুস্তাফিজকে একাদশে নিয়ে বোলিংয়ে চেন্নাই

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে টস হেরে বোলিং পেয়েছে চেন্নাই সুপার কিংস।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 March 2024, 02:22 PM
Updated : 22 March 2024, 02:22 PM

আইপিএলের নতুন মৌসুমের উদ্বোধনী ম্যাচ দিয়েই চেন্নাই সুপার কিংসের হয়ে প্রথমবার খেলার সুযোগ পেয়ে গেলেন মুস্তাফিজুর রহমান। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে বাংলাদেশের বাঁহাতি পেসারকে একাদশে রেখেছে পাঁচবারের চ্যাম্পিয়নরা।

চেন্নাইয়ের এমএ চিদাম্বারাম স্টেডিয়ামে শুক্রবার টস জিতে ব্যাটিং নেন বেঙ্গালুরু অধিনায়ক ফাফ দু প্লেসি।

এই ম্যাচ দিয়ে চেন্নাইয়ের হয়ে নেতৃত্বের অভিষেক হয়েছে রুতুরাজ গায়কোয়াড়ের। আগের দিন মাহেন্দ্র সিং ধোনির জায়গায় এই ওপেনারকে অধিনায়কত্ব দেয় শিরোপাধারীরা।

চার বিদেশি হিসেবে মুস্তাফিজের সঙ্গে চেন্নাইয়ের একাদশে সুযোগ পেয়েছেন নিউ জিল্যান্ডের ব্যাটসম্যান রাচিন রাভিন্দ্রা, ড্যারিল মিচেল ও শ্রীলঙ্কার অফ স্পিনার মাহিশ থিকশানা।

এবারের আইপিএলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি মুস্তাফিজ। গত ডিসেম্বরে নিলামের নিয়মিত রাউন্ডে অবিক্রিত থাকার পর ‘এক্সিলারেটেড’ রাউন্ডে ভিত্তিমূল্য দুই কোটি রুপিতে তাকে দলে নেয় চেন্নাই।

আইপিএলে এটি তার সপ্তম আসর। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে শিরোপা জয়ের পর মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস হয়ে সবশেষ দুই মৌসুমে তিনি খেলেন দিল্লি ক্যাপিটালসে।

নিজের আগের ছয় আসর মিলিয়ে ৪৮ ম্যাচ খেলে ওভারপ্রতি ৭.৯৩ রান দিয়ে মুস্তাফিজ উইকেট নেন ৪৭টি।