এক বছর পর ওয়ানডে দলে মাগালা

দলে ফিরেছেন ডানহাতি ব্যাটসম্যান রাসি ফন ডার ডাসেন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Jan 2023, 02:52 PM
Updated : 18 Jan 2023, 02:52 PM

বল হাতে ছন্দেই আছেন সিসান্ডা মাগালা। কিন্তু ফিটনেস পরীক্ষায় পাস করতে পারছিলেন না তিনি। অবশেষে সেই বাধা পেরিয়ে এক বছর পর দক্ষিণ আফ্রিকার ওয়ানডে দলে ফিরলেন এই পেসার।

ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য বুধবার ১৬ সদস্যের দল দিয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। মাগালার সঙ্গে দলে ফিরেছেন রাসি ফন ডার ডাসেনও।

দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এসএটোয়েন্টিতে এখন পর্যন্ত যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারি মাগালা। চলতি মৌসুমে ঘরোয়া ওয়ানডে-কাপের সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন তিনি, নিয়েছিলেন ৭ ম্যাচে ১৭ উইকেট।

এমন ফর্মে থাকার পরও ওই ফিটনেসের কারণে গত বছরের বেশিরভাগ সময় দলের বাইরে ছিলেন মাগালা। ক্রিকেট দক্ষিণ আফ্রিকার দুই কিলোমিটার টাইম ট্রায়াল ফিটনেস পরীক্ষায় উতরাতে পারছিলেন না তিনি। এবার সেই চ্যালেঞ্জে জয়ী হয়ে দলে ডাক পেলেন তিনি।

গত বছরের জানুয়ারিতে ভারতের বিপক্ষে ওয়ানডে দিয়ে সবশেষ দক্ষিণ আফ্রিকার প্রতিনিধিত্ব করেন ৩২ বছর বয়সী মাগালা।

ব্যাট হাতে খারাপ সময় কাটলেও দলে টিকে গেছেন অধিনায়ক টেম্বা বাভুমা। গত বছরের জুলাইয়ের পর আবারও ওয়ানডে খেলার হাতছানি ডানহাতি ব্যাটসম্যান ফন ডার ডাসেনের সামনে।

দক্ষিণ আফ্রিকা সবশেষ ওয়ানডে খেলেছে ভারতের বিপক্ষে, গত অক্টোবরে। ওই সফরের দল থেকে এবার নেই বিয়ন ফোরটান, আন্দিলে ফেলুকওয়ায়ো, রাইলি রুশো, ট্রিস্টান স্টাবস ও ডোয়াইন প্রিটোরিয়াস।

ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকার লড়াই শুরু আগামী ২৭ জানুয়ারি। পরের দুই ম্যাচ ২৯ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি।

দক্ষিণ আফ্রিকা ওয়ানডে দল: টেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক, রিজা হেনড্রিকস, মার্কো ইয়ানসেন, হাইনরিখ ক্লাসেন, সিসান্ডা মাগালা, কেশভ মহারাজ, ইয়ানেমান মালান, এইডেন মারক্রাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, আনরিখ নরকিয়া, ওয়েইন পার্নেল, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি, রাসি ফন ডার ডাসেন।