হৃদয়কে আইসিসির জরিমানা

একটি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে বাংলাদেশের এই তরুণ ব্যাটসম্যানকে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 March 2024, 01:52 PM
Updated : 10 March 2024, 01:52 PM

শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে আইসিসির আচরণবিধি ভঙ্গের জন্য শাস্তি পেয়েছেন তাওহিদ হৃদয়। বাংলাদেশের এই তরুণ ব্যাটসম্যানকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি তার নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।

ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা রোববার সংবাদ বিজ্ঞপ্তিতে এই শাস্তির কথা জানায়।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শনিবার রান তাড়ায় বাংলাদেশের ইনিংসের চতুর্থ ওভারের ঘটনা এটি। মুখোমুখি প্রথম বলে লঙ্কান পেসার নুয়ান থুশারার অসাধারণ এক ডেলিভারিতে বোল্ড হয়ে যান হৃদয়।

আউট হয়ে ফেরার পথে তিনি ঘুরে দাঁড়ান এবং আগ্রাসী ভঙ্গিতে শ্রীলঙ্কার ক্রিকেটারদের দিকে তেড়ে যান। আম্পায়ারের হস্তক্ষেপে মাঠ ছাড়েন ২৩ বছর বয়সী এই ক্রিকেটার।

ওই ঘটনায় নিজের অপরাধ স্বীকার করে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের দেওয়া শাস্তি মেনে নেন হৃদয়। ফলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

এই প্রথম ডিমেরিট পয়েন্ট পেলেন হৃদয়। ২৪ মাস সময়ের মধ্যে চার বা এর বেশি ডিমেরিট পয়েন্ট কেউ পেলে তা রূপ নেয় সাসপেনশন পয়েন্টে। কোনো ক্রিকেটার দুটি সাসপেনশন পয়েন্ট পেলে তিনি এক টেস্ট বা দুই ওয়ানডে কিংবা দুটি টি-টোয়েন্টি থেকে নিষিদ্ধ হন, যেটা আগে আসে।

থুশারার বোলিং তোপে শনিবারের ম্যাচটি ২৮ রানে রানে হেরে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে হারে বাংলাদেশ।