দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামেননি মুশফিকুর রহিম ও প্রথম ইনিংসে ফিফটি করা মাহমুদুল হাসান জয়।
Published : 16 Aug 2024, 09:04 PM
আরও একবার হতাশ করলেন ওপরের সারির ব্যাটসম্যানরা। চাপ সামলে দারুণ ফিফটি উপহার দিলেন নাঈম হাসান। পরাজয়ের শঙ্কা এড়িয়ে ড্র করল বাংলাদেশ ‘এ’ দল।
বৃষ্টির দাপটে অমীমাংসিতভাবে শেষ হয়েছে বাংলাদেশ ‘এ’ দল ও পাকিস্তান শাহিনসের (‘এ’) প্রথম চার দিনের ম্যাচ। ইসলামাবাদ ক্লাব গ্রাউন্ডে দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ হয়েছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা।
প্রকৃতির বাগড়ায় চার দিনের ম্যাচে সবমিলিয়ে খেলা হয়েছে মাত্র ১৭৩.৫ ওভার। অর্থাৎ দুই দিনেরও কম৷ তবু দুইবারের হতশ্রী ব্যাটিংয়ে ইনিংস ব্যবধানে পরাজয়ের শঙ্কায় চোখ রাঙাচ্ছিল বাংলাদেশকে।
ম্যাচের শেষ দিন খেলা হওয়া ৩৯.২ ওভারে ৫ উইকেটে ১৫৩ রান করে বাংলাদেশ। বৃষ্টি ও আলোকস্বল্পতায় দিনের শুরু ও শেষে অর্ধেকের বেশি ওভার হারিয়ে যায়।
দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমে পঞ্চাশের আগে ফেরেন এনামুল হক ও মুমিনুল হক। প্রথম ইনিংসে ১১ রান করা মুমিনুল এবার থামেন ৮ রানে। দুই ইনিংসে অধিনায়ক এনামুলের স্কোর ৭ ও ৪ রান।
প্রথম ইনিংসে ১৪ রানে আউট হওয়া মুশফিকুর রহিম এবার ব্যাটিংয়ে নামেননি। এছাড়া ৬৫ রান করা মাহমুদুল হাসান জয়ও থাকেন বিশ্রামে।
টেস্ট দলে জায়গা হারানো শাহাদাত হোসেন এক ইনিংসেও বড় রান পাননি। প্রথমবার খালি হাতে ফেরার পর দ্বিতীয় ইনিংসে তিনি করেন ১৪ রান। বাঁহাতি ওপেনার জাকির হাসান খেলেন ৩৩ রানের ইনিংস।
৬৫ রানে ৪ উইকেট হারানোর পর পাল্টা আক্রমণ করেন নাঈম হাসান। তানজিম হাসানের সঙ্গে গড়েন ৮৮ রানের জুটি। ১১ চারে ৬৯ বলে ৫৫ রান করা নাঈম আউট হওয়ার পর আর খেলা হয়নি।
একই মাঠে আগামী ২০ অগাস্ট শুরু হবে দুই দলের দ্বিতীয় চার দিনের ম্যাচ।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ‘এ’ দল ১ম ইনিংস: ১২২
পাকিস্তান শাহিনস ১ম ইনিংস: ৩৬৭/৪ (ডিক্লে)
বাংলাদেশ ‘এ’ দল ২য় ইনিংস: ৩৯.২ ওভারে ১৫৩/৫ (এনামুল ৪, জাকির ৩৩, মুমিনুল ৮, শাহাদাত ১৪, নাঈম ৫৫, তানজিম ১১*; নাসিম ৭-১-২৯-০, হামজা ৬.২-২-১৩-২, রমিজ ৯-২-৪৪-১, সাইম ১-০-২-০, আলি ৯-২-৩৪-২, ঘুলাম ৭-৩-১০-০)
ফল: ম্যাচ ড্র
ম্যান অব দা ম্যাচ: উমার আমিন