চ্যাম্পিয়ন্স ট্রফি
আপাতত তরুণদের সুযোগ দেওয়া ঠিক হলেও চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় টুর্নামেন্টে জো রুট, বেন স্টোকসদের মতো অভিজ্ঞদের প্রয়োজনীয়তা তুলে ধরলেন ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক ওয়েন মর্গ্যান।
Published : 09 Oct 2024, 04:56 PM
প্রায় এক বছর ধরে ওয়ানডে ক্রিকেটের বাইরে ইংল্যান্ডের দুই অভিজ্ঞ ক্রিকেটার জো রুট ও বেন স্টোকস। দুজনই ব্যস্ত লাল বলের ক্রিকেটে। তবে আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাবেক দুই অধিনায়ককে রঙিন পোশাকেও দেখতে চান ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক ওয়েন মর্গ্যান।
ভারতে গত বছরের ওয়ানডে বিশ্বকাপের পর আর ইংল্যান্ডের হয়ে সীমিত ওভারের ক্রিকেটে খেলেননি স্টোকস ও রুট। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সামনের ওয়ানডে সিরিজেও নেই তারা দুজন।
অভিজ্ঞ ক্রিকেটারদের অবর্তমানে নিয়মিত সুযোগ পাচ্ছেন ফিল সল্ট, উইল জ্যাকস, হ্যারি ব্রুকরা। তরুণদের সামর্থ্য প্রদর্শনের সুযোগ দেওয়ায় খুশি মর্গ্যান। তবে পাকিস্তানে আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করার জন্য দলে রুট, স্টোকসদের বিকল্প দেখেন না তিনি।
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আর মাত্র ৬টি ওয়ানডে খেলবে ইংল্যান্ড। চলতি মাসের শেষ দিকে ক্যারিবিয়ান সফরে তিনটি ম্যাচ। এরপর আগামী বছর ফেব্রুয়ারির শুরুর দিকে ভারত সফরে হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
সম্প্রতি স্টোকস জানিয়েছেন, প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালাম চাইলে সাদা বলের ক্রিকেটে ফিরতে রাজি তিনি। মুম্বাইয়ে মঙ্গলবার একটি অনুষ্ঠানে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সেই কথার সূত্র ধরে স্টোকসের পাশাপাশি রুটকেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে রাখার প্রয়োজনীয়তা তুলে ধরেন মর্গ্যান।
"বেন স্টোকস এরই মধ্যে বলেছে যে, খেলা বা না খেলার ব্যাপারে সে এখনও বাজের (ব্রেন্ডন ম্যাককালাম) কাছ থেকে কোনো ফোন পায়নি। যদি সেই ফোন আসে, তাহলে সে অবশ্যই খেলতে চাইবে। আমার চোখে, তাদের বড় একটি টুর্নামেন্ট সামনে রেখে আসতে হবে এবং জেতার চেষ্টা করতে হবে। এর মানে সেরা দল খুঁজে বের করতে হবে। আর আমার দৃষ্টিতে, ওই সেরা দলে স্টোকস ও রুট থাকবে।"
"তরুণ ক্রিকেটাররা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সামনের সিরিজ খেলবে, এরপর ফেব্রুয়ারিতে এখানে (ভারত) আসবে। তো সুযোগটা তাদের সামনেই আছে। এই সুযোগ খুব দ্রুতই কেড়ে নেওয়া হতে পারে, যখন বড় নামগুলো দলে ফিরবে।"