ভারত-শ্রীলঙ্কা তৃতীয় ওয়ানডেতে এই মাইলফলক স্পর্শ করেছেন তিনি।
Published : 07 Aug 2024, 07:05 PM
প্রথম ম্যাচ রেফারি হিসেবে ৪০০ ওয়ানডে পরিচালনার কীর্তি গড়েছেন রাঞ্জান মাদুগালে। কলম্বোয় বুধবার ভারতের বিপক্ষে শ্রীলঙ্কার তৃতীয় ও শেষ ওয়ানডে দিয়ে এই মাইলফলক স্পর্শ করেছেন তিনি।
ম্যাচ রেফারি হিসেবে মাদুগালের অভিষেক হয় ১৯৯৩ সালে। এখন পর্যন্ত ২১৬ টেস্টও পরিচালনা করেছেন তিনি, এটিও রেকর্ড। অনেকটা পেছনে থেকে দ্বিতীয় সর্বোচ্চ ১২৩ টেস্ট পরিচালনা করেছেন ক্রিস ব্রড।
ওয়ানডের তালিকায়ও মাদুগালের পর দ্বিতীয় স্থানে আছেন ব্রড। ৩৬১ ওয়ানডে পরিচালনা করেছেন সাবেক এই ইংলিশ ব্যাটসম্যান।
একটা সময় আইসিসির প্রধান ম্যাচ রেফারির দায়িত্বেও ছিলেন মাদুগালে। পরে সেই পদ বিলুপ্ত করে আইসিসি। এখন আইসিসির এলিট প্যানেলের সদস্য তিনি।
ম্যাচ রেফারি হওয়ার আগে ব্যাটসম্যান হিসেবে শ্রীলঙ্কার হয়ে ২১ টেস্ট ও ৬৩ ওয়ানডে খেলেন মাদুগালে।