টি-টোয়েন্টি বিশ্বকাপ
সুপার এইটের ম্যাচে মুখোমুখি হওয়ার আগে বাংলাদেশের বোলিং আক্রমণের প্রশংসা করলেন অস্ট্রেলিয়ার বাঁহাতি ওপেনার ডেভিড ওয়ার্নার।
Published : 19 Jun 2024, 04:05 PM
২৪ বলে নেপালের প্রয়োজন ৩০ রান। এমন সময় আক্রমণে এসে দুই ওভারে মুস্তাফিজুর রহমান দেন মাত্র ১ রান। আগের ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে শেষ দিকের দুই ওভারে তিনি দেন ৩ রান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারলেও শেষ ওভারে তার খরচ মাত্র ৪ রান। এমন ছন্দে থাকা মুস্তাফিজকে বাংলাদেশের বোলিং আক্রমণের নেতা বললেন ডেভিড ওয়ার্নার।
শুধু মুস্তাফিজই নয়, বাংলাদেশের পুরো বোলিং আক্রমণেরই প্রশংসা করেন অস্ট্রেলিয়ার অভিজ্ঞ ওপেনার। সুপার এইটের ম্যাচে মুখোমুখি হওয়ার আগে নিজেদের যথাযথ প্রস্তুতি নেওয়ার কথাও বলেন তিনি।
অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে বাংলাদেশ সময় শুক্রবার ভোরে বাংলাদেশের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। প্রথম রাউন্ডে চার ম্যাচ জিতে দারুণ ছন্দে ২০২১ সালের চ্যাম্পিয়নরা। স্কটল্যান্ড, ওমান, নামিবিয়া তো বটেই, ইংল্যান্ডও তেমন লড়াই করতে পারেনি অস্ট্রেলিয়ার বিপক্ষে।
বাংলাদেশের বিপক্ষে জয় পেলে বিশ্বকাপে প্রথম দল হিসেবে টানা ৮ জয়ের রেকর্ড গড়বে অস্ট্রেলিয়া। অ্যান্টিগার তুলনামূলক ভালো উইকেটে খেলা হবে বলে বাড়তি প্রেরণাও পাচ্ছেন ওয়ার্নার। ম্যাচের আগে সংবাদমাধ্যমে উইকেটের ব্যাপারে স্বস্তির কথা বলেন তিনি।
“এসব মাঠে খেলার সুবিধা হলো, (অন্য জায়গার তুলনায়) এখানে ট্রু উইকেট পাওয়া যায়। তাদের লেংথ হয়তো কিছুটা পিছিয়ে গেছে। তারা যদি এই একই লেংথে বোলিং করে তাহলে এসব বল মোকাবিলা করা দারুণ হবে।”
তবে বাংলাদেশের বোলিং শক্তি সম্পর্কে ভালো ধারণা আছে ওয়ার্নারের। মুস্তাফিজ ছাড়াও দারুণ ছন্দে থাকা তানজিম হাসান, তাসকিন আহমেদ, রিশাদ হোসেনদের ব্যাপারেও সতর্ক বাঁহাতি ওপেনার।
“বাংলাদেশ ভালো দল। তাদের বিপক্ষে আমরা অনেক ম্যাচ খেলেছি। তাদের খেলার পরিকল্পনা আমরা বুঝতে পারি। অবশ্যই তাদের বোলিং আক্রমণ দারুণ। মুস্তাফিজ এই আক্রমণের নেতৃত্ব দেয়।”
চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত ৪ ম্যাচে ৯ উইকেট নিয়েছেন তানজিম। ওভারপ্রতি তার রান খরচ মাত্র ৪.৮০! মুস্তাফিজ, তাসকিন ও রিশাদের শিকার সমান ৭টি। মুস্তাফিজের ওভারপ্রতি রান খরচ অবিশ্বাস্য, ৩.৩৭! এছাড়া তাসকিন, রিশাদও সাতের কম রান দেন।