ফ্র্যাঞ্চাইজি লিগ
মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) প্রথম তিন ম্যাচে তেমন ভালো কোনো পারফরম্যান্স করতে পারলেন না সাকিব আল হাসান।
Published : 10 Jul 2024, 11:37 AM
প্রথম বলেই খুললেন রানের খাতা, চতুর্থ বলে মারলেন বাউন্ডারি। এরপর আর এগোতে পারলেন না সাকিব আল হাসান। ব্যাটিংয়ে হতাশার পর বল হাতেও ব্যর্থতার ধারা আরেকটু দীর্ঘায়িত হলো বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডারের।
যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) বাংলাদেশ সময় বুধবার ভুলে যাওয়ার মতো এক ম্যাচই খেললেন সাকিব। লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের হয়ে ব্যাট হাতে মাত্র ৭ রানের পর বোলিংয়ে ২ ওভারে ২৩ রান দিয়ে উইকেটশূন্য রইলেন তিনি।
ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে সিয়াটল অর্কাসের বিপক্ষে এদিন দশম ওভারে ক্রিজে যান সাকিব। পরের ওভারে ইমাদ ওয়াসিমের বলে লেট কাট করে মারেন বাউন্ডারি। কিন্তু বেশিক্ষণ টিকতে পারেননি ৩৭ বছর বয়সী অলরাউন্ডার।
দ্বাদশ ওভারে হারমিত সিংয়ের লেগ স্টাম্পের বাইরে ফুল টস ডেলিভারিতে পুল করতে গিয়ে শর্ট ফাইন লেগে ধরা পড়েন ৭ বলে ৭ রান করা সাকিব।
পরে নবম ওভারে তাকে প্রথম বোলিংয়ে ডাকা হয় সাকিবকে। কোনো বাউন্ডারি না দিয়ে ৮ রান খরচ করেন তিনি। পরের ওভারে তার বল জোড়া ছক্কায় ওড়ান রায়ান রিকেল্টন। এরপর আর তার হাতে বল দেননি অধিনায়ক সুনিল নারাইন।
এ নিয়ে টানা তৃতীয় ম্যাচে পুরো কোটা বোলিং করতে পারলেন না সাকিব। প্রথম ম্যাচে ৩ ওভারে ৩২ রান তিনি নিয়েছিলেন ১ উইকেট। দ্বিতীয় ম্যাচে ২ ওভারে ২৭ রান দিয়ে পাননি কোনো উইকেট।
আর ব্যাট হাতে তিন ম্যাচে ২০ গড় ও ১৩০.৪৩ স্ট্রাইক রেটে তার সংগ্রহ ৬০ রান।
সাকিবের নিষ্প্রভ দিনে সিয়াটলের বিপক্ষে ৯ উইকেটে হেরেছে লস অ্যাঞ্জেলস। জেসন রয় ৫ চার ও ৪ ছক্কায় ৫২ বলে ৬৯ এবং ডেভিড মিলারের ৫ চার ও ২ ছক্কায় ২২ বলে ৪৪ রানের ঝড়ে ৫ উইকেটে ১৬৮ রান করে লস অ্যাঞ্জেলস।
জবাবে রিকেল্টনের ৯ চার ও ৫ ছক্কায় ৬৬ বলে ১০৩ রানের অপরাজিত ইনিংসে এক বল হাতে রেখে ম্যাচ জিতে নেয় শিয়াটল। ৩ চার ও ২ ছক্কায় ৪৬ বলে ৫১ রান করেন কুইন্টন ডি কক। দুজনের অবিছিন্ন জুটির সংগ্রহ ১০৩ বলে ১৫২ রান।
তিন ম্যাচে এক জয়ে পয়েন্ট টেবিলের চার নম্বরে অবস্থান করছে লস অ্যাঞ্জেলস।