নারী ক্রিকেট
শ্রীলঙ্কার পর ইংল্যান্ডকে হারানোর আত্মবিশ্বাস নিয়ে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশের মেয়েরা।
Published : 15 Jan 2025, 09:12 PM
আনিশা আক্তার, ফাহমিদা ছোঁয়াদের চমৎকার বোলিংয়ে লক্ষ্য নাগালেই রাখল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। রান তাড়ায় ব্যাটারদের ব্যর্থতায় ম্যাচ হলো টাই। পরে সুপার ওভারের রোমাঞ্চে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়ে বিশ্বকাপের প্রস্তুতি পর্ব শেষ করল তারা।
কুয়ালা লামপুরে বুধবার অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে সুপার ওভারে ২ রানে জিতেছে বাংলাদেশ। মূল ম্যাচে দুই দলই থেমেছে ১১৩ রানে।
সুপার ওভারের প্রথম ৩ বলে তিনটি সিঙ্গেল নেন জুরাইরিয়া ফেরদৌস ও সাদিয়া আক্তার। চতুর্থ বলে ছক্কায় ওড়ান সাদিয়া। শেষ দুই বলে আসে আরও দুটি সিঙ্গেল। ৬ বল থেকে বাংলাদেশ তোলে ১১ রান।
সুপার ওভারের গুরু দায়িত্ব পেয়ে হাবিবা ইসলাম প্রথম দুই বলে দুই রান দেওয়ার পর তৃতীয় বলে ফিরিয়ে দেন ড্যাভিনা পেরিনকে। পরের বলে দেন ওয়াইড। তার দারুণ বোলিংয়ে শেষ তিন বলে ৯ রানের সমীকরণ মেলাতে পারেনি ইংল্যান্ড। তারা থামে ৯ রানে।
মূল ম্যাচেই জিততে পারত বাংলাদেশ। শেষ ওভারে তাদের প্রয়োজন ছিল কেবল ৪ রান। সহজ এই সমীকরণ মেলাতে পারেনি তারা। উল্টো হারায় দুই উইকেট।
রান তাড়ায় পাওয়ার প্লেতে ২৫ রান তুলতেই টপ অর্ডারের দুইজনকে হারায় বাংলাদেশ। ইনিংস গড়ার চেষ্টা চালান সাদিয়া, জুয়াইরিয়া, আফিয়া আশিমারা। কিন্তু ভালো শুরু পেয়েও বড় রান করতে পারেননি তারা।
২ ছক্কায় ২০ রান আসে জুয়াইরিয়ার ব্যাট থেকে। শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারানো আগের ম্যাচে অপরাজিত ফিফটি করেন তিনি। ৪টি ছক্কা ও ২ চারে ৪২ বলে করেন ৫৫ রান।
সাদিয়া আক্তার করেন একটি করে ১৬ বলে ২০ রান। বাংলাদেশের ইনিংসে ২০ রানের বেশি করতে পারেননি আর কেউ।
টস জিতে ব্যাটিংয়ে নামা ইংল্যান্ড শিবিরে দ্বিতীয় ওভারে আঘাত হানেন ফাহমিদা। চতুর্থ ওভারে পরপর দুই উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষকে আরও চেপে ধরে বাংলাদেশ।
নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বেশিদূর যেতে পারেনি ইংল্যান্ড। তাদের ইনিংসে সর্বোচ্চ একটি করে ছক্কা-চারে ২৮ রান করেন প্রিশা থানাওয়ালা।
বাংলাদেশের হয়ে চমৎকার বোলিংয়ে ১২ রানে ৩ উইকেট নেন আনিশা আক্তার। ২০ রানে দুই শিকার ধরেন ফাহমিদা।
আগামী শনিবার নেপালের বিপক্ষে লড়াই দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান। গ্রুপ পর্বে তাদের অন্য দুই প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ও স্কটল্যান্ড। ম্যাচ দুটি মাঠে গড়াবে ২০ ও ২২ জানুয়ারি।
সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল: ২০ ওভারে ১১৩/৯ (পেরিন ১৫, জনসন ০, সুরেনকুমার ১৬, নরগ্রোভ ০, জোন্স ১৪, প্রিশা ২৮, স্পেন্স ০, ব্রিন্সডেন ৭, ল্যাম্বার্ট ২, কর্টিন-কোলম্যান ২৩*, ব্রেট ১*; নিশিতা ৪-০-২৩-০, ফাহমিদা ৩-০-২০-২, আনিশা ৪-০-১২-৩, ফারজানা ২-০-১৩-০, জান্নাতুল ৩-০-১৬-০, ফারিয়া ২-০-১৭-১, হাবিবা ২-০-১১-১)
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: ২০ ওভারে ১১৩ (ফাহমিদা ১৩, এভা ০, সুমাইয়া ৭, জুয়াইরিয়া ২০, সাদিয়া ১৬, আফিয়া ১২, জান্নাতুল ০, সাদিয়া ২০, ফারজানা ২, হাবিবা ১০*, নিশিতা ১; ল্যামব্রেট ৪-০-২৩-১, কোর্টেন-কোলম্যান ৪-০-৭-০, সুরেনকুমার ২-০-৭-০, ব্রেট ৪-০-৩২-৩, পেরিন ২-০-৬-২, জনসন ২-০-১৮-০, ব্রিন্সডেন ২-০-১৪-০)
ফল: সুপার ওভারে ২ রানে জয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-১৯