ছয় টি-টোয়েন্টি ম্যাচে তিনটি বিধ্বংসী সেঞ্চুরি করেছেন সাহিবজাদা ফারহান, ছক্কা মেরেছেন ৩৯টি, টুর্নামেন্টে তার ব্যাটিং গড় ১৪৭, স্ট্রাইক রেট ১৯৪।
Published : 27 Mar 2025, 01:45 PM
একটি ম্যাচের জন্য একটু সাধারণের কাতারে নেমে এসেছিলেন সাহিবজাদা ফারহান। এরপর আবার ফিরে পেলেন অতিমানবীয় রূপ। অসাধারণ ফর্মে থাকা পাকিস্তানি ব্যাটসম্যান উপহার দিলেন দেড়শ ছুঁইছুঁই আরেকটি বিধ্বংসী ইনিংস।
পাকিস্তানের ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে সাহিবজাদার অভাবনীয় ব্যাটিং পারফরম্যান্স চলছেই। ফায়সালাবাদে সেমি-ফাইনালে বুধবার অ্যাবোটাবাদের বিপক্ষে ৭২ বলে ১৪৮ রানের ইনিংস খেলেন পেশাওয়ারের ওপেনার। যথারীতি তার ইনিংসে ছিল চার-ছক্কার ফুলঝুরি। ১০ চারের সঙ্গে এক ডজন ছক্কা হাঁকান তিনি।
২৫ বলে ফিফটি ছুঁয়ে তিনি সেঞ্চুরিতে পৌঁছে যান ৫৮ বলে। এরপর আরও বিস্ফোরক হয়ে ওঠেন তিনি। তিন ম্যাচের মধ্যে দ্বিতীয়বার দেড়শ ছুঁয়ে ফেলবেন বলেই মনে হচ্ছিল। কিন্তু আউট হয়ে যান শেষ ওভারের প্রথম বলে।
টুর্নামেন্টের শুরু থেকেই চলছে সাহিবজাদার অপ্রতিরোধ্য পথচলা। লাহোর হোয়াইটসের বিপক্ষে ১৮২ রান তাড়ায় ৫৯ বলে ১১৪ রানে অপরাজিত থাকেন তিনি ৯টি করে চার ও ছক্কায়। পরের ম্যাচে তার ব্যাট থেকে আসে ৪৮ বলে ৬২ রান, এরপর খেলেন ৪৭ বলে ৭৬ রানের ইনিংস।
তার সেরাটা দেখা যায় কোয়েটার বিপক্ষে। গত শুক্রবার সেই ম্যাচে মুলতানে ১৪ চার ও ১১ ছক্কায় ৭২ বলে ১৬২ রান করে অপরাজিত থাকেন তিনি। ২০ ওভারের ক্রিকেটে যা তৃতীয় সর্বোচ্চ ব্যক্তিগত স্কোরের রেকর্ড, পাকিস্তানের কোনো ব্যাটসম্যানের এটিই সেরা।
কোয়ার্টার-ফাইনালে ফায়সালাবাদের বিপক্ষে ম্যাচেই কেবল বড় ইনিংস খেলতে পারেননি তিনি। শুরুটা সেদিনও দারুণ করেছিলেন। তবে ৫ চারে ১৩ বলে ২৬ করে আউট হয়ে যান। সেমি-ফাইনালে সেই ঝাল মিটিয়ে নেন ১৪৮ রানের ইনিংসে।
আসরের ছয় ম্যাচে তার রান এখন ৫৮৮। সেঞ্চুরি তিনটি, ফিফটি দুটি। ব্যাটিং গড় ১৪৭, স্ট্রাইক রেট ১৯৪.০৫। টুর্নামেন্টের আর কোনো ব্যাটসম্যান আড়াইশ রানও করতে পারেননি। বাকি সবাই মিলে সেঞ্চুরি আছে স্রেফ দুটি।
টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্ব ক্রিকেটেই সবচেয়ে পুরোনো আসরগুলোর একটি এই ন্যাশনাল টি-টোয়েন্টি কাপ। পাকিস্তান সুপার লিগ চালুর আগে এটিই ছিল পাকিস্তানের প্রধান টি-টোয়েন্টি টুর্নামেন্ট।
২৯ বছর বয়সী সাহিবজাদা পাকিস্তানের হয়ে ৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। তবে ভালো করতে না পারায় বাদ পড়ে গেছেন। রান করতে পেরেছেন ৯.৫৫ গড়ে মোট ৮৬। এই আসরে এমন পারফরম্যান্সের পর নিশ্চিতভাবেই দলে ফেরার দাবি জোরাল করলেন তিনি।
এই আসরে আরও একটি ম্যাচ তার বাকি আছে। ফাইনালে শুক্রবার তার পেশাওয়ার লড়বে লাহোর ব্লুজের বিপক্ষে।