২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর এই সংস্করণকে বিদায় জানান ভারতীয় তারকা।
Published : 15 Mar 2025, 10:06 PM
আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে ভিরাট কোহলির অবসর নেওয়ার আট মাস পেরিয়ে গেছে। মজা করে ভারতের তারকা ব্যাটসম্যান বলছেন, অবসর ভেঙে ফিরতেও পারেন তিনি, যদি অলিম্পিকসের ক্রিকেট ইভেন্টের ফাইনালে ওঠে ভারত।
গত বছরের জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পরই এই সংস্করণকে বিদায় জানান কোহলি। ভারতের হয়ে এখন শুধু টেস্ট আর ওয়ানডেতে খেলছেন ৩৬ বছর বয়সী ব্যাটসম্যান।
২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস আসর দিয়ে ১২৮ বছর পর ক্রিকেট ফিরতে যাচ্ছে অলিম্পিকসে। খেলা হবে টি-টোয়েন্টি সংস্করণে। কোহলির বিশ্বাস, বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসরে ক্রিকেট ফেরায় বড় ভূমিকা আছে আইপিএলের। শনিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ‘ইনোভেশন ল্যাব ইন্ডিয়ান স্পোর্টস সামিটে’ সঞ্চালক ইসা গুহের এক প্রশ্নের উত্তরে ওই মন্তব্য করেন তিনি।
“সারা বিশ্বে অনেক টি-টোয়েন্টি লিগ হয় এখন। আমি মনে করি, আইপিএল অবশ্যই এতে বিশাল ভূমিকা রেখেছে। এটা ক্রিকেটকে এমন এক পর্যায়ে নিয়ে এসেছে, যেখানে তা অলিম্পিকসের অংশ। আমাদের কিছু ছেলের জন্য দারুণ সুযোগ এটা।”
তখন কোহলিকে জিজ্ঞেস করা হয়, তিনি অবসর ভেঙে ফেরার জন্য উন্মুক্ত থাকবেন কি-না। হাসিমুখে উত্তর দেন ভারতের সাবেক অধিনায়ক।
“না। অলিম্পিকসের জন্য? হয়তো। যদি আমরা স্বর্ণপদকের জন্য খেলি, তাহলে আমি হয়তো এক ম্যাচের জন্য ফিরে আসব (হাসি)। পদক জিতে বাড়ি ফিরে আসব। দারুণ ব্যাপার হবে। অলিম্পিক চ্যাম্পিয়ন হওয়াটা হবে অসাধারণ অনুভূতি, এই ধরনের প্রথম অনুভূতি।”
বিশ্বকাপ জয়ের পর কোহলির পাশাপাশি ভারতের হয়ে টি-টোয়েন্টিকে বিদায় জানান রোহিত শার্মাও। দুজনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের আলোচনা অনেক হয়েছে এই বছরের শুরু থেকে। অনেকে ধারণা করছিলেন, চ্যাম্পিয়ন্স ট্রফির পর হয়তো বিদায় বলে দেবেন তারা। তবে এই টুর্নামেন্টের শিরোপা জয়ের পর রোহিত সরাসরিই বলে দেন, এখনই অবসরের কোনো ভাবনা তার নেই। কোহলিও চালিয়ে যাবেন খেলা।
আগামী শনিবার শুরু হবে এবারের আইপিএল। যথারীতি বেঙ্গালুরুর হয়ে মাঠে নামবেন কোহলি।