উইন্ডিজ সফরে যোগ দুটি প্রস্তুতি ম্যাচ

ওয়েস্ট ইন্ডিজ সফর গিয়ে বাড়তি প্রস্তুতি নেয়ার সুযোগ পাচ্ছে বাংলাদেশ দল। অগাস্ট-সেপ্টেম্বরের এই সফরে দুটি প্রস্তুতি ম্যাচ যোগ হয়েছে।   

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 July 2014, 02:04 PM
Updated : 16 July 2014, 11:05 AM

বাংলাদেশ ক্রিকেট বোর্ড সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সফরে একটি করে ওয়ানডে ও তিনদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

ওয়েস্ট ইন্ডিজে দুটি টেস্ট, ৩টি ওয়ানডে এবং একটি টি-টোয়েন্টি মাচ খেলবে অতিথিরা।

১৩ অগাস্ট ওয়েস্ট ইন্ডিজের পৌঁছাবে মুশফিকুর রহিমের দল। ১৭ অগাস্ট গ্রেনাডার প্রগ্রেস পার্কে একমাত্র ওয়ানডে প্রস্তুতি ম্যাচটি খেলবে তারা।

২০ ও ২২ অগাস্ট গ্রেনাডায় হবে প্রথম দুটি ওয়ানডে। ২৫ অগাস্ট সেন্ট কিটসে হবে তৃতীয় ও শেষ ওয়ানডে। একই ভেন্যুতে ২৭ অগাস্ট হবে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি।

সেন্ট কিটসে ৩০ অগাস্ট থেকে শুরু হবে তিন দিনের একমাত্র প্রস্তুতি ম্যাচটি।   

দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি ৫ সেপ্টেম্বর শুরু হবে সেন্ট ভিনসেন্টে। ১৩ সেপ্টেম্বরে সেন্ট লুসিয়ায় শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।

সুখস্মৃতি নিয়েই ওয়েস্ট ইন্ডিজ সফর করতে যাবে বাংলাদেশ। এর আগে ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজ থেকে ২-০ ব্যবধানে টেস্ট এবং ৩-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতে এসেছিল তারা।

সেবার সিরিজের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটিতে হেরেছিল বাংলাদেশ।

ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশ সিরিজের সূচি:

১৭ অগাস্ট, ওয়ানডে প্রস্তুতি ম্যাচ, গ্রেনাডা

২০ অগাস্ট, প্রথম ওয়ানডে, গ্রেনাডা

২২ অগাস্ট, দ্বিতীয় ওয়ানডে, গ্রেনাডা

২৫ অগাস্ট, তৃতীয় ওয়ানডে, সেন্ট কিটস

২৭ অগাস্ট, একমাত্র টি-টোয়েন্টি, সেন্ট কিটস

৩০ অগাস্ট-১ সেপ্টেম্বর, তিন দিনের ম্যাচ, সেন্ট কিটসে

৫-৯ সেপ্টেম্বর, প্রথম টেস্ট, সেন্ট ভিনসেন্ট

১৩-১৭, দ্বিতীয় টেস্ট, সেন্ট লুসিয়া