বিসিএলের ফাইনাল ২২ ফেব্রুয়ারি থেকে

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল-বড় দৈর্ঘ্য) ফাইনালের তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। খেলা শুরুর সময় এখনো নির্ধারণ করেনি বোর্ড।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Feb 2013, 07:34 AM
Updated : 9 Feb 2013, 07:34 AM

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২২ থেকে ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় দিন-রাতের ফাইনালে খেলবে ওয়ালটন সেন্ট্রাল জোন ও বিসিবি নর্থ জোন।

বিসিবির টুর্নামেন্ট কমিটির পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, বোর্ডের সর্বশেষ সভায় তারিখ চূড়ান্ত করা হয়।”

“বাংলাদেশের প্রথম শ্রেণীর ক্রিকেটের ইতিহাসে এবারই প্রথম ফাইনাল হবে পাঁচ দিনের দিন-রাতের ম্যাচ দিয়ে। খেলা হবে গোলাপী বল দিয়ে,” যোগ করা হয় এতে।
তারিখ ঘোষণা করলেও খেলা শুরুর সময় এখনো চূড়ান্ত করেনি বিসিবি।