এক লাফে ১০৮ ধাপ এগোলেন কার্তিক
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Jun 2022 03:26 PM BdST Updated: 22 Jun 2022 05:35 PM BdST
সবশেষ আইপিএলে ব্যাট হাতে ঝড় তুলে তিন বছর পর ডাক পান জাতীয় দলে। আন্তর্জাতিক আঙিনায় ফিরেও ছন্দ ধরে রেখে র্যাঙ্কিংয়ে দারুণ উন্নতি করেছেন দিনেশ কার্তিক। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে উজ্জ্বল পারফরম্যান্সে টি-টোয়েন্টির ব্যাটসম্যানদের তালিকায় ভারতীয় এই ব্যাটসম্যান এক লাফে এগিয়েছেন ১০৮ ধাপ!
Related Stories
আইপিএলে ‘ফিনিশার’ হিসেবে নিজেকে নতুন করে চেনান কার্তিক। শেষের দিকে ব্যাটিংয়ে নেমে খুনে মেজাজে প্রতিপক্ষের বোলারদের গুঁড়িয়ে দিতেন তিনি। একই ভূমিকা ছিল তার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও।
ছয়-সাতে ব্যাটিংয়ে নেমে এক ফিফটি ও ১৫৮.৬২ স্ট্রাইক রেটে রান করেন ৯২। সিরিজের চতুর্থ ম্যাচে গত শুক্রবার আসে তার পঞ্চাশ ছাড়ানো ইনিংসটি। দলের বিপর্যয়ে নেমে করেন ২৭ বলে ২ ছক্কা ও ৯ চারে ৫৫ রান।
কার্তিক টি-টোয়েন্টিতে এখন ৮৭ নম্বর ব্যাটসম্যান। এই সংস্করণের র্যাঙ্কিংয়ে সেরা দশে একমাত্র ভারতীয় ইশান কিষান। দুই ফিফটিতে সিরিজের সর্বোচ্চ ২০৬ রান করা বাঁহাতি এই ব্যাটসম্যান আছেন ষষ্ঠ স্থানে।
টি-টোয়েন্টির ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে আগের মতোই চূড়ায় পাকিস্তান অধিনায়ক বাবর আজম। আর অস্ট্রেলিয়ার জশ হেইজেলউড ধরে রেখেছেন বোলারদের শীর্ষস্থান।
বোলারদের তালিকায় উন্নতি হয়েছে যুজবেন্দ্র চেহেলের। ভারতীয় এই লেগ স্পিনার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে ৬ উইকেট নিয়ে তিন ধাপ এগিয়ে আছেন ২৩তম স্থানে।
অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষে আফগানিস্তানের মোহাম্মদ নবি।
ওয়ানডে
শ্রীলঙ্কার বিপক্ষে চতুর্থ ওয়ানডেতে অল্পের জন্য সেঞ্চুরির উষ্ণ ছোঁয়া না পাওয়া ডেভিড ওয়ার্নার র্যাঙ্কিংয়ে এগিয়েছেন এক ধাপ। ৯৯ রানে আউট হওয়া অস্ট্রেলিয়া ওপেনার ব্যাটসম্যানদের তালিকায় এখন আছেন ৯ নম্বরে।
ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিতে দলের সিরিজ জয়ে বড় অবদান রাখা চারিথ আসালাঙ্কার উন্নতি ১৯ ধাপ। চতুর্থ ওয়ানডেতে ১১০ রানের ইনিংস খেলে ম্যাচ সেরার পুরস্কার জেতা লঙ্কান ব্যাটসম্যানের অবস্থান এখন ৩২তম।
ব্যাটসম্যানদের তালিকায় ১২ ধাপ এগোনো ধনাঞ্জয়া ডি সিলভা বোলারদের র্যাঙ্কিংয়ে এগিয়েছেন ১১ ধাপ। ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে মিচেল মার্শেরও।
নেদারল্যান্ডসের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ফিফটি করা জেসন রয়ের অগ্রগতি হয়েছে, আছেন ১৯ নম্বরে। প্রথম ওয়ানডেতে বিধ্বংসী সেঞ্চুরি উপহার দেওয়া জস বাটলার এখন ২৯তম স্থানে।
ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে আগের মতো সবার ওপরে বাবর। বোলারদের তালিকায় নিউ জিল্যান্ডের ট্রেন্ট বোল্ট। অলরাউন্ডারের শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব আল হাসান।
-
রুদ্ধশ্বাস উত্তেজনার ম্যাচে ভারতের বিপক্ষে পারল না আয়ারল্যান্ড
-
হুডার বিধ্বংসী সেঞ্চুরি, জুটির বিশ্ব রেকর্ড
-
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ওয়েন মর্গ্যান
-
বাংলাদেশ ও নিউ জিল্যান্ডের বিপক্ষে খেলতে মুখিয়ে বাবর
-
মিচেলের দিকে বল ছুঁড়ে ব্রডের শাস্তি
-
পাকিস্তান ম্যাচ দিয়ে নিউ জিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ শুরু বাংলাদেশের
-
নিউ জিল্যান্ডে ৬ মাঠে ৬ ম্যাচ ফারজানা-নিগারদের
-
টেস্ট সংস্কৃতি না গড়লে উন্নতির সম্ভাবনা দেখেন না সাকিব
সর্বাধিক পঠিত
- পদ্মা সেতু: ফাঁকা ফেরি ঘাটের সুবিধা নিতে চায় ঝিনাইদহ
- আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ওয়েন মর্গ্যান
- হুডার বিধ্বংসী সেঞ্চুরি, জুটির বিশ্ব রেকর্ড
- পাকিস্তান ম্যাচ দিয়ে নিউ জিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ শুরু বাংলাদেশের
- শারীরিক সম্পর্কও যখন ক্লান্তিকর
- কোভিড: সংক্রমণ বাড়ছে মাস্ক পরা বাধ্যতামূলক, মানতে হবে বিধিনিষেধ
- ‘বাবার লাশ ঝুলছিল, মায়ের লাশ বিছানায়’
- রুদ্ধশ্বাস উত্তেজনার ম্যাচে ভারতের বিপক্ষে পারল না আয়ারল্যান্ড
- ‘ধর্মানুভূতিতে আঘাত’: ভয়ের সংস্কৃতি প্রভাব ফেলছে শ্রেণিকক্ষে
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?