দক্ষিণ আফ্রিকান ক্রিকেটারের ৬ বছরের কারাদণ্ড

সব ধরনের ক্রিকেট থেকে এমনিতেই ১০ বছরের জন্য নিষিদ্ধ তিনি। এবার আরও বড় শাস্তি পেলেন পুমেলেলা মাতশিকওয়ে। ক্রিকেট দক্ষিণ আফ্রিকার দুর্নীতি বিরোধী চারটি ধারা ভাঙার দায়ে ৬ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এই ক্রিকেটারকে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 June 2022, 11:11 AM
Updated : 14 June 2022, 11:11 AM

তবে এই শাস্তি ৫ বছরের জন্য স্থগিত হওয়ায় আপাতত তাকে জেলে যেতে হচ্ছে না। এই সময়ের মধ্যে পুনরায় এমন কোনো দুর্নীতিতে জড়ালে এই রায় কার্যকর হবে।

২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট রাম স্ল্যামে ম্যাচ-ফিক্সিংয়ের অভিযোগ ওঠে মাতশিকওয়ে সহ আরও কয়েকজনের বিরুদ্ধে। পরের বছর মোট ছয়জনকে লম্বা সময়ের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করে দেশটির ক্রিকেট বোর্ড।

দীর্ঘ তদন্তের পর গত শুক্রবার প্রিটোরিয়ার একটি অপরাধ আদালতে শুনানির পর মাতশিকওয়েকে দোষী সাব্যস্ত করা হয়। এর আগে দক্ষিণ আফ্রিকার হয়ে দুটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলা গুলাম বদির বিরুদ্ধেও একই ঘটনায় দুর্নীতির অভিযোগের সত্যতা পায় সিএসএ। দুর্নীতির আটটি ধারা ভাঙার দায়ে তাকে ২০১৯ সালে পাঁচ বছরের জন্য কারাদণ্ড দেওয়া হয়।

৩৭ বছর বয়সী মাতশিকওয়ে ৭৭টি প্রথম শ্রেণি, ৫৭টি লিস্ট ‘এ’ ও ২৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।