গ্রিনিজ-ওয়াহদের ছাড়িয়ে মিয়াঁদাদের কাছে ইমাম

ইমাম-উল-হকের ব্যাটে রানের ফোয়ারা ছুটছেই। পাকিস্তানের ওপেনার ওয়ানডেতে আবারও স্পর্শ করলেন পঞ্চাশ। নিজেকে তুলে নিলেন নতুন উচ্চতায়। বিশ্বরেকর্ডের পথে এগিয়ে গেলেন আরেক ধাপ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 June 2022, 12:59 PM
Updated : 12 June 2022, 12:59 PM

মুলতানে রোববার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ৫৫ বলে ফিফটি পূর্ণ করেন ইমাম। এই সংস্করণে এটি তার টানা সপ্তম পঞ্চাশ ছোঁয়া ইনিংস।

ওয়ানডেতে টানা সবচেয়ে বেশি পঞ্চাশ ছোঁয়া ইনিংসের রেকর্ডের তালিকায় তিনি এখন এককভাবে দ্বিতীয় স্থানে। ছাড়িয়ে গেলেন টানা ছয়টি করে পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলা গর্ডন গ্রিনিজ, অ্যান্ড্রু জোন্স, মার্ক ওয়াহ, রস টেইলর, কেন উইলিয়ামসন, মোহাম্মদ ইউসুফ, ক্রিস গেইল, পল স্টার্লিং, শেই হোপ ও বাবর আজমকে।

১৯৮৭ সালে টানা ৯ ইনিংসে পঞ্চাশ ছুঁয়ে রেকর্ডটা গড়েছিলেন জাভেদ মিয়াঁদাদ। পরের দুই ইনিংসে পঞ্চাশ ছুঁতে পারলে স্বদেশি কিংবদন্তির পাশে বসবেন ইমাম।

মিয়াঁদাদের রেকর্ডের দিকে ছুটছিলেন বাবরও। এদিন ইমাম ফিফটি করার ওভারেই বাবরের টানা পঞ্চাশ ছোঁয়ার যাত্রা থেমে যায়। হেইডেন ওয়ালশের বলে পাকিস্তান অধিনায়ক এলবিডব্লিউ হন ১ রান করে। ওয়েস্ট ইন্ডিজ উইকেটটি পায় রিভিউ নিয়ে।

আন্তর্জাতিক ক্রিকেটে সব সংস্করণ মিলিয়ে বাবরের টানা ৯ ইনিংসে পঞ্চাশ ছোঁয়ার রেকর্ড যাত্রাও থেমে গেল। আগের ম্যাচে মিয়াঁদাদের সব মিলিয়ে টানা আটটি পঞ্চাশ ছোঁয়া ইনিংসের রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় ওঠেন তিনি।

ফিফটির পর ইনিংস বড় করতে পারেননি ইমাম। নিকোলাস পুরানের বলে তিনি কট বিহাইন্ড হন ৬৮ বলে ৬২ রান করে।