উইলিয়ামসনকে হারাল নিউ জিল্যান্ড

ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্ট শুরুর আগে বড় ধাক্কা খেল নিউ জিল্যান্ড। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসনকে এই ম্যাচে পাচ্ছে না দলটি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 June 2022, 08:32 AM
Updated : 10 June 2022, 11:24 AM

নটিংহ্যামে শুক্রবার শুরু হবে দুই দলের লড়াই। এদিনই উইলিয়ামসনকে না পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন নিউ জিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টেড।

উইলিয়ামসন না থাকায় নিউ জিল্যান্ডকে নেতৃত্ব দেবেন টম ল্যাথাম। তিন ম্যাচের সিরিজে ১-০ তে পিছিয়ে আছে সফরকারীরা।

উইলিয়ামসনের মধ্যে বৃহস্পতিবার হালকা উপসর্গ দেখা যায়। পরে রাতে করানো র‍্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় তার শরীরে কোভিড-১৯ এর অস্তিত্ব মেলে। আপাতত পাঁচ দিনের আইসোলেশনে থাকতে হবে তাকে।

উইলিয়ামসনের কাভার হিসেবে হামিশ রাদারফোর্ডকে দলে যোগ করেছে কিউইরা। লেস্টারশায়ারের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপ খেলতে ইংল্যান্ডেই আছেন তিনি। ম্যাচের দিন সকালেই দলের সঙ্গে যোগ দেওয়ার কথা তার।

নিউ জিল্যান্ড দলের বাকি সবার কোভিড-১৯ পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।

চলতি ইংল্যান্ড সফরে নিউ জিল্যান্ড শিবিরে করোনাভাইরাসের ছোবল এটাই প্রথম নয়। সিরিজ শুরুর আগেই দলটির তিন সদস্যের শরীরে পাওয়া যায় এই ভাইরাস। আক্রান্ত হন পেসার ব্লেয়ার টিকনার, ব্যাটসম্যান হেনরি নিকোলস ও বোলিং কোচ শেন জার্গেনসেন।