খরুচে বোলিংয়ে রশিদ খানের বিরল দিন
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Apr 2022 10:53 PM BdST Updated: 10 May 2022 05:01 PM BdST
প্রথম ওভারে আঁটসাঁট বোলিংয়ে রশিদ খান শুরুটা করেন ভালো। এরপরই হারান ছন্দ। নিজের পরের তিন ওভারে রান দিলেন অকাতরে। আইপিএলে বল হাতে ভুলে যাওয়ার মতো একটা দিন কাটালেন আফগান লেগ স্পিনার।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বুধবার গুজরাট টাইটান্সের হয়ে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৪ ওভারে ৪৫ রান দিয়ে উইকেটশূন্য থাকেন তিনি। ৩টি ছক্কার সঙ্গে চার হজম করেন ২টি। ডট বল স্রেফ দুটি। বোলার যখন রশিদ খান, নামের পাশে এমন বোলিং বড্ড বেমানান।
৬ বছর আর ৮৪ ম্যাচের আইপিএল ক্যারিয়ারে এর চেয়ে বেশি রান তিনি দিয়েছেন কেবল দুই বার। ২০১৮ সালের আসরে হায়দরাবাদের হয়ে তখনকার কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ৪ ওভারে ৫৫ রানে পেয়েছিলেন ১ উইকেট। একই বছর চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ৪ ওভারে ৪৯ রান দিয়ে তার প্রাপ্তি ছিল একটি।
আইপিএলে এবারই প্রথম কোনো ম্যাচে ৩৫ এর বেশি রান দিয়ে কোনো উইকেট পেলেন না রশিদ।
সপ্তম ওভারে প্রথমবার বল হাতে পেয়ে তিনি দেন কেবল ৬ রান। পরের ওভারে তার হাফ ভলি স্লগ সুইপে বিশাল ছক্কা হাঁকান অভিষেক শর্মা, ওভারে আসে ১০ রান।
দ্বাদশ ওভারের প্রথম বলে আবারও তাকে স্লগ সুইপে ছক্কা মারেন অভিষেক। ওভারের শেষ বলে আরেকটি স্লগ সুইপে ডিপ মিডউইকেটের ওপর দিয়ে উড়িয়ে এই ওপেনার ফিফটি স্পর্শ করেন ৩৩ বলে। এই ওভারে আসে ১৬ রান।
কোটার শেষ ওভারটি রশিদ করেন ইনিংসের পঞ্চদশ ওভারে। এবার তাকে একটি করে চার মারেন অভিষেক ও এইডেন মারক্রাম, রান আসে ১৩।
এবারের আইপিএলে নিজের প্রথম সাত ম্যাচের একটিতেও ৩০ এর বেশি রান দেননি রশিদ। উইকেটশূন্য ছিলেন কেবল দুটিতে। এবার ৪৫ রান দিয়েও পেলেন না কোনো উইকেট।
-
রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড
-
কোহলির রেকর্ড ভেঙে বাবর বললেন, ‘পরিশ্রমের ফসল’
-
‘ট্রিপল’ কীর্তিতে সোবার্স, ক্যালিস, বোথামদের পাশে অ্যান্ডারসন
-
ইংল্যান্ড-ভারত টেস্টে বর্ণবাদী আচরণের অভিযোগ
-
এক স্পিনারকে হারিয়ে তিন স্পিনার দলে নিল শ্রীলঙ্কা
-
ঐতিহাসিক চুক্তি: ছেলেদের সমান ম্যাচ ফি নিউ জিল্যান্ডের মেয়েদের
-
বেয়ারস্টো-রুটের ব্যাটে রেকর্ড গড়ার পথে ইংল্যান্ড
-
রানের বন্যা বইয়ে সেরার লড়াইয়ে বেয়ারস্টো- মিচেল-রুট
-
রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড
-
‘ট্রিপল’ কীর্তিতে সোবার্স, ক্যালিস, বোথামদের পাশে অ্যান্ডারসন
-
কোহলির রেকর্ড ভেঙে বাবর বললেন, ‘পরিশ্রমের ফসল’
-
ইংল্যান্ড-ভারত টেস্টে বর্ণবাদী আচরণের অভিযোগ
-
এক স্পিনারকে হারিয়ে তিন স্পিনার দলে নিল শ্রীলঙ্কা
-
ঐতিহাসিক চুক্তি: ছেলেদের সমান ম্যাচ ফি নিউ জিল্যান্ডের মেয়েদের
সর্বাধিক পঠিত
- দিনে বিদ্যুৎ যাচ্ছে কয়েকবার
- নিজের গায়ে আগুন দেওয়া গাজী আনিসকে বাঁচানো গেল না
- বেয়ারস্টো-রুটের ব্যাটে রেকর্ড গড়ার পথে ইংল্যান্ড
- ফেইসবুকে ধর্ম নিয়ে মন্তব্য: স্কুল শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড
- চেলসি থেকে বার্সেলোনায় ক্রিস্টেনসেন
- লুহানস্কের পতনের পর এখন কোন পথে এগুবে রাশিয়া?
- গায়ে আগুন দিয়ে আত্মহত্যা: হেনোলাক্স গ্রুপের মালিকের বিরুদ্ধে মামলা
- বাণিজ্য ঘাটতি বাড়ছেই, এবার ছাড়াল ৩০ বিলিয়ন ডলার
- হিলালীকে তুলে নিয়ে যা করেছিল অপহরণকারীরা
- ফ্রি ট্রান্সফারে বার্সেলোনায় কেসিয়ে