নতুন সূচিতে উইন্ডিজ-আয়ারল্যান্ডের শেষ দুই ওয়ানডে

ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডের ওয়ানডে সিরিজের বাকি দুই ম্যাচের নতুন সূচি ঠিক করা হয়েছে। বাতিল করা হয়েছে একমাত্র টি-টোয়েন্টি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Jan 2022, 06:25 PM
Updated : 11 Jan 2022, 06:25 PM

আয়ারল্যান্ড দলে চোট সমস্যা ও করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় গত সোমবার স্থগিত করা হয় দ্বিতীয় ওয়ানডে। যেটি হওয়ার কথা ছিল মঙ্গলবার। জ্যামাইকার স্যাবিনা পার্কে ম্যাচটি এখন হবে বৃহস্পতিবার। আর রোববার হবে শেষ ম্যাচ।

প্রথম ম্যাচ ২৪ রানে জিতে এগিয়ে আছে ক্যারিবিয়ানরা। তিন ম্যাচের সিরিজটি আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের অংশ।

আয়ারল্যান্ডের অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নি, কিপার-ব্যাটসম্যান লর্কান টাকার ও অন্তর্বর্তীকালীন প্রধান কোচ ডেভিড রিপলির কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ আসে সোমবার। এর আগে প্রথম ওয়ানডে থেকে ছিটকে যান সিমি সিং ও বেন হোয়াইট। ওই ম্যাচে বালবার্নি ও টাকার দুজনই খেলেছিলেন।

কোভিডের পাশাপাশি চোটও হানা দিয়েছে সফরকারী শিবিরে। অ্যান্ডি ম্যাকব্রাইন ও মার্ক অ্যাডায়ার চোট পান প্রথম ওয়ানডেতে।

আইরিশদের জন্য ইতিবাচক খবর, স্কোয়াডের সঙ্গে যোগ দিয়েছেন পল স্টার্লিং ও শেন গেটকেট। এই দুজনই কোভিডে আক্রান্ত হয়েছিলেন গত ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ওয়ানডে সিরিজটি বাতিল হওয়ার পর পর।