শ্রীলঙ্কায় গিয়ে কোভিড আক্রান্ত জিম্বাবুয়ে কোচ

শ্রীলঙ্কায় যাওয়ার পর জিম্বাবুয়ের প্রধান কোচ লালচাঁদ রাজপুতের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। অন্তত প্রথম দুই ওয়ানডেতে তাকে পাবে না সফরকারীরা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Jan 2022, 05:44 PM
Updated : 10 Jan 2022, 05:44 PM

৬০ বছর বয়সী রাজপুতকে আইসোলেশনে রাখার জন্য হোটেলে নেওয়ার আগে একটি হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছিল।

২০১৮ সাল থেকে জিম্বাবুয়ের প্রধান কোচের দায়িত্ব পালন করা রাজপুত দলের সঙ্গে যাননি। সেখানে দলের সঙ্গে যোগ দেন তিনি। জিম্বাবুয়ে থেকে আসা স্কোয়াডের বাকি সবার কোভিড-১৯ পরীক্ষার ফল নেগেটিভ এসেছে

তিনটি ওয়ানডে খেলার জন্য গত শনিবার শ্রীলঙ্কার উদ্দেশে রওনা হয় জিম্বাবুয়ে দল। সেখানে পৌঁছার পর তাদের কোভিড পরীক্ষা করানো হয়। রাজপুতকে অন্তত ১০ দিন আইসোলেশনে থাকতে হবে বলে সোমবার এএফপিকে জানান শ্রীলঙ্কার ক্রীড়া চিকিৎসক অর্জুনা ডি সিলভা।

আগামী ১৬ জানুয়ারি ক্যান্ডিতে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে। একই মাঠে পরের দুই ম্যাচ ১৮ ও ২১ জানুয়ারি। সব ম্যাচই হবে দিবা-রাত্রির।