দুর্দান্ত এলগারে ভারতকে হারিয়ে সমতায় দ. আফ্রিকা
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Jan 2022 10:11 PM BdST Updated: 06 Jan 2022 11:26 PM BdST
সকাল থেকে বৃষ্টির আসা-যাওয়া। শঙ্কা জাগল পুরো দিন ভেস্তে যাওয়ার। শেষ সেশনে খেলা শুরুর পর দক্ষিণ আফ্রিকার জয় নিয়ে সংশয় অবশ্য জাগল না কখনই। চোয়ালবদ্ধ প্রতিজ্ঞায় অসাধারণ এক ইনিংস খেললেন অধিনায়ক ডিন এলগার। জোহানেসবার্গে ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল স্বাগতিকরা।
সিরিজের দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকার জয় ৭ উইকেটে। বৃষ্টির বাগড়ায় চতুর্থ দিনের প্রথম দুই সেশন ভেসে যাওয়ার পর শেষ সেশনে তারা ছুঁয়ে ফেলে ২৪০ রানের লক্ষ্য। তিন ম্যাচের সিরিজে এখন ১-১ সমতা।
এই মাঠে ছয়বারের চেষ্টায় এই প্রথম ভারতকে টেস্টে হারাতে পারল দক্ষিণ আফ্রিকা। আগের পাঁচ ম্যাচের দুটিতে জিতেছিল ভারত, বাকি তিনটি হয়েছিল ড্র।
ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকার জয়ের নায়ক এলগারের সেঞ্চুরিটাই শুধু পাওয়া হয়নি। একটা পর্যায়ে পরিস্থিতি ছিল এমন- জয়ের জন্য দলের প্রয়োজন ১১ রান, তিন অঙ্ক ছুঁতে এলগারেরও তাই। শেষ পর্যন্ত তিনি অপরাজিত থাকেন ৯৬ রানে।
পাঁচ ঘণ্টার বেশি সময় ব্যাটিং করে, শরীরে বলের অনেক আঘাত সয়ে ১৮৮ বলে ১০ চারে গড়া এলগারের ইনিংসটি। ম্যাচের সেরাও তিনিই।
৮ উইকেট হাতে নিয়ে জয়ের জন্য বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ছিল ১২২ রান। রাসি ফন ডার ডাসেনের উইকেট হারিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায় তারা।
চা-বিরতির পর খেলা শুরু হলে মেঘলা আকাশের নিচে দেখেশুনে খেলে দলকে এগিয়ে নেন এলগার ও ফন ডার ডাসেন। আগের দিন ৪৬ রানে অপরাজিত এলগার ১৩০ বলে ফিফটি পূর্ণ করেন অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে চার মেরে। জুটির রান ছাড়ায় পঞ্চাশ।

পাঁচ নম্বরে নামা টেম্বা বাভুমা ফিরতে পারতেন শূন্য রানে। তবে নিজের বলে ক্যাচ নিতে পারেননি পেসার শার্দুল ঠাকুর।
বাভুমাকে সঙ্গে নিয়েই অবিচ্ছিন্ন ৬৮ রানের জুটিতে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন এলগার। অশ্বিনকে চার মেরে ম্যাচের ইতি টানেন তিনিই।
যে মাঠে ভারত আগে কখনও জেতেনি, সেই সেঞ্চুরিয়নে প্রথম টেস্টে ১১৩ রানে জিতে দক্ষিণ আফ্রিকায় প্রথমবার সিরিজ জয়ের সম্ভাবনা উজ্জ্বল করেছিল তারা। জোহানেসবার্গে হেরে তা কিছুটা ফিকে হয়ে গেল।
কেপ টাউনে আগামী মঙ্গলবার শুরু হবে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত ১ম ইনিংস: ২০২
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ২২৯
ভারত ২য় ইনিংস: ২৬৬
দক্ষিণ আফ্রিকা ২য় ইনিংস: (লক্ষ্য ২৪০) (আগের দিন ১১৮/২) ৬৭.৪ ওভারে ২৪৩/৩ (এলগার ৯৬*, ফন ডার ডাসেন ৪০, বাভুমা ২৩*; বুমরাহ ১৭-২-৭০-০, শামি ১৭-৩-৫৫-১, শার্দুল ১৬-২-৪৭-১, সিরাজ ৬-০-৩৭-০, অশ্বিন ১১.৪-২-২৬-১)
ফল: দক্ষিণ আফ্রিকা ৭ উইকেটে জয়ী
সিরিজ: প্রথম দুই টেস্ট শেষে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা
ম্যান অব দা ম্যাচ: ডিন এলগার।
-
ফল প্রসবা মিরপুরে জয়ের আশায় বাংলাদেশ
-
বাংলাদেশকে হারানোর কার্যকর একাদশ সাজাচ্ছে শ্রীলঙ্কা
-
মিরপুরে মুমিনুলের পেস ভরসা ইবাদত-খালেদ
-
‘মোসাদ্দেককে ব্যবহারে কৌশলী হতে হবে’
-
শারমিনের ১০৯, অলরাউন্ড নৈপুণ্যে উজ্জ্বল ফাহিমা
-
যে কারণে ডেভিডের বিপক্ষে রিভিউ নেননি পান্ত
-
প্রাথমিক পর্বেই শেষ মুস্তাফিজদের আইপিএল
-
লম্বা আইপিএলের পর এখনই টেস্ট খেলতে ‘চান না’ মুস্তাফিজ
সর্বাধিক পঠিত
- রিজার্ভ আবার ৪২ বিলিয়ন ডলার ছাড়াল
- পিএসজির গোল উৎসবে এমবাপের হ্যাটট্রিক
- আমাকে ‘বুড়া’ ডেকেছিল: ঢাবির পঞ্চাশোর্ধ্ব ভর্তি পরীক্ষার্থী বেলায়েত
- মাঙ্কিপক্স: দেশের সব বন্দরে সতর্কতা
- স্বপ্নময় শুরুর পর লাইপজিগের প্রথম শিরোপা
- এমবাপে বললেন, পিএসজিতেই থাকছেন তিনি
- প্রাথমিক পর্বেই শেষ মুস্তাফিজদের আইপিএল
- সাকিবের কোম্পানিকে বিএসইসির নোটিস
- রিয়ালে যাচ্ছেন না এমবাপে, থাকছেন পিএসজিতেই!
- থানায় অভিযোগ করেছিল তরুণ, জেল থেকে বেরিয়ে খুন করল সন্ত্রাসীরা