জিম্বাবুয়ে সিরিজে শ্রীলঙ্কার অন্তর্বর্তীকালীন কোচ রত্নায়েকে
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Jan 2022 08:31 PM BdST Updated: 04 Jan 2022 08:31 PM BdST
-
মিকি আর্থারের সঙ্গে রুমেশ রত্নায়েকে (ডানে)। ছবি: শ্রীলঙ্কা ক্রিকেট
মিকি আর্থারের বিদায়ের পর থেকে ফাঁকা পড়ে ছিল শ্রীলঙ্কার প্রধান কোচের পদ। জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন সিরিজের জন্য সাবেক ফাস্ট বোলার রুমেশ রত্নায়েকেকে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
গত বছরের নভেম্বরে শ্রীলঙ্কার কোচের পদ ছাড়েন আর্থার। তার উত্তরসূরি হিসেবে নতুন চ্যালেঞ্জে নামতে যাচ্ছেন আগেও বিভিন্ন ভূমিকায় জাতীয় দলের সঙ্গে কাজ করা রত্নায়েকে।
৫৮ বছর বয়সী রত্নায়েকে সম্প্রতি শ্রীলঙ্কার ন্যাশনাল হাই পারফরম্যান্স সেন্টারে ফাস্ট বোলিং কোচ হিসেবে কাজ করেন। ১৯৮২ থেকে ১৯৯৩ পর্যন্ত জাতীয় দলের হয়ে তিনি খেলেন ২৩ টেস্ট ও ৭০ ওয়ানডে।
জিম্বাবুয়ের বিপক্ষে আগামী ১৬ জানুয়ারি শুরু তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ব্যাটিং কোচ হিসেবে রুভিন পেইরিসকে নিয়োগ দেওয়ার কথাও মঙ্গলবার বিবৃতিতে জানিয়েছে এসএলসি। হাই পারফরম্যান্স সেন্টারেও একই ভূমিকায় কাজ করেছেন তিনি।
আর শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজে যুব বিশ্বকাপে যাবেন জাতীয় দলের পরামর্শক কোচ ও ব্যাটিং গ্রেট মাহেলা জয়াবর্ধনে।
-
‘এমন পরিস্থিতিতে শান্তর রান আউট ভয়ঙ্কর’
-
মুমিনুলের চেয়ে ভালো কাউকে আপাতত দেখেন না সাকিব
-
তামিম শূন্য, মুমিনুল শূন্য, শেষ দিনের কঠিন পরীক্ষায় বাংলাদেশ
-
কুবরার ৪ উইকেটে গুলশান ইয়ুথ ক্লাবের বড় জয়
-
ভেটোরির আরেকটু কাছে সাকিব এবং পেসারদের এক যুগের খরা
-
চুক্তি হারিয়ে অভিমানে অবসরে স্যাটার্থওয়েট
-
শেষ বিকেলে পথ হারিয়ে শঙ্কায় বাংলাদেশ
-
ম্যাথিউসের দিকে বল ছুঁড়ে তাইজুলের শাস্তি
সর্বাধিক পঠিত
- শেষ বিকেলে পথ হারিয়ে শঙ্কায় বাংলাদেশ
- রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- নিষেধাজ্ঞা তুলে নিলে ইউক্রেইন থেকে খাদ্যশস্য বের করতে দেয়া হবে: রাশিয়া
- দেখিয়ে দিতে চান আজার
- ‘ওয়ার্নের মতো সাকিব’, মুগ্ধ-অভিভূত ডোনাল্ড
- ‘গোপন একটা বিষয় আছে’, গুলিবর্ষণের আগে বার্তা টেক্সাসের তরুণের
- ৫ ট্রফি জয়ের কীর্তি গড়ে আবেগাপ্লুত মরিনিয়ো
- বাংলালিংকের বিরুদ্ধে মামলা তুলে নিল নগর বাউল ও মাইলস
- সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!