বিদেশি কোচ চান সাকলায়েন-বাবর
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Jan 2022 07:09 PM BdST Updated: 02 Jan 2022 07:09 PM BdST
পাকিস্তান জাতীয় দলের কোচিং স্টাফে বিদেশি কোচের প্রয়োজনীয়তা অনুভব করছেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। এমনকি অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্বে থাকা সাকলায়েন মুশতাকের ভাবনাও একই।
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে হুট করে পাকিস্তানের কোচের দায়িত্ব ছেড়ে দেন মিসবাহ-উল-হক। একই সঙ্গে বোলিং কোচের পদ থেকে সরে দাঁড়ান ওয়াকার ইউনিসও। বৈশ্বিক আসরটির জন্য অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ম্যাথু হেইডেনকে ব্যাটিং কোচ ও দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার ভার্নন ফিল্যান্ডারকে বোলিং কোচ হিসেবে নিয়োগ দেয় পিসিবি। আর প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয় সাকলায়েনকে।
তাদের কোচিংয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ খেলে পাকিস্তান। প্রথমবারের মতো বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারানোর কীর্তি গড়ে তারা। এরপর নিউ জিল্যান্ডকে হারিয়ে গ্রুপ সেরা হয়ে জায়গা করে নেয় সেমি-ফাইনালে। কিন্তু শেষ চারের লড়াইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে যায় তারা।
নতুন বছরের পরিকল্পনা নিয়ে অধিনায়ক বাবর, কিপার-ব্যাটসম্যান রিজওয়ান ও সাকলায়েনের সঙ্গে কথা বলেন পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা। শনিবার দেওয়া ভিডিও বার্তায় রমিজ বলেন, তিন জনই ড্রেসিং রুমে বিদেশি কোচ যুক্ত করার পক্ষে।
“আমি বাবর, সাকলায়েন, রিজওয়ানের সঙ্গে কথা বলেছি। তারা জাতীয় দলের ড্রেসিং রুমে বিদেশি কোচ যোগ করার পক্ষে মত দিয়েছে।”
রমিজের দৃষ্টিভঙ্গি অবশ্য এই জায়গায় কিছুটা ভিন্ন।
“তবে এই বিষয়ে আমার চিন্তাভাবনা বেশ উন্মুক্ত। আমি মনে করি, দেশের বাইরের সফরে স্থানীয় কোচদের যুক্ত করা উচিত। ড্রেসিং রুমে ভালো পরিবেশ তৈরি করতে নিয়মিত কোচদের প্রয়োজন।”
বিশ্বকাপ শেষে হেইডেন ও ফিল্যান্ডার
দায়িত্ব ছাড়ার পর পাকিস্তান নতুন কাউকে যুক্ত করেনি তাদের কোচিং স্টাফে। বাংলাদেশ সফরের
পর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজও সাকলায়েনের কোচিংয়েই খেলেছে তারা।
-
সেঞ্চুরি নয়, সাকিবের ভাবনায় তিন ঘণ্টা ব্যাটিং
-
'এখন তো বোলিংয়ে দায়িত্ব কম", ৫ উইকেট নিয়ে বললেন সাকিব
-
‘এমন পরিস্থিতিতে শান্তর রান আউট ভয়ঙ্কর’
-
মুমিনুলের চেয়ে ভালো কাউকে আপাতত দেখেন না সাকিব
-
তামিম শূন্য, মুমিনুল শূন্য, শেষ দিনের কঠিন পরীক্ষায় বাংলাদেশ
-
কুবরার ৪ উইকেটে গুলশান ইয়ুথ ক্লাবের বড় জয়
-
ভেটোরির আরেকটু কাছে সাকিব এবং পেসারদের এক যুগের খরা
-
চুক্তি হারিয়ে অভিমানে অবসরে স্যাটার্থওয়েট
সর্বাধিক পঠিত
- শেষ বিকেলে পথ হারিয়ে শঙ্কায় বাংলাদেশ
- রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- দেখিয়ে দিতে চান আজার
- ‘ওয়ার্নের মতো সাকিব’, মুগ্ধ-অভিভূত ডোনাল্ড
- নিষেধাজ্ঞা তুলে নিলে ইউক্রেইন থেকে খাদ্যশস্য বের করতে দেয়া হবে: রাশিয়া
- ‘গোপন একটা বিষয় আছে’, গুলিবর্ষণের আগে বার্তা টেক্সাসের তরুণের
- সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!
- ৫ ট্রফি জয়ের কীর্তি গড়ে আবেগাপ্লুত মরিনিয়ো
- বাংলালিংকের বিরুদ্ধে মামলা তুলে নিল নগর বাউল ও মাইলস