টি-টোয়েন্টির চোটে টেস্ট থেকে ছিটকে গেলেন তাসকিন
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Nov 2021 10:04 PM BdST Updated: 22 Nov 2021 10:04 PM BdST
নিয়মরক্ষার শেষ টি-টোয়েন্টি খেলতে গিয়ে টেস্ট ম্যাচ থেকে ছিটকে গেলেন তাসকিন আহমেদ। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে খেলতে পারছেন না এই ফাস্ট বোলার, অনিশ্চিত দ্বিতীয় টেস্টে খেলা নিয়েও।
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সোমবার পাকিস্তানের রান তাড়ায় ষষ্ঠ ওভারে হাতে চোট পান তাসকিন। নিজের বলে বাবর আজমের ড্রাইভ ঠেকাতে গিয়ে বল লাগে তার ডান হাতে। ১.১ ওভার বোলিং করে ফাস্ট বোলার তখনই মাঠ ছাড়েন ফিজিওর সঙ্গে।
পরে আবার মাঠে ফিরে দুই দফায় এক ওভার করে বোলিং করেন। ফিল্ডিং করেননি আর। ম্যাচ শেষে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চারটি সেলাই পড়ে তার হাতে।
ম্যাচ শেষের পর রাতে ঘোষিত প্রথম টেস্টের দলে তাকে রাখা হয়নি। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরি জানান তাসকিনের চোটের অবস্থা।
“সেলাই লেগেছে ওর। এক সপ্তাহ পরে আবার যেতে বলেছে, তখন সেলাই খুলবে। তারপর বোঝা যাবে কী অবস্থা।”
তাসকিনের চোট বাংলাদেশের জন্য বড় এক ধাক্কা। এই বছর ৩ টেস্টে ১৩ উইকেট নিয়ে বাংলাদেশের সফলতম পেসার তিনি।
চট্টগ্রামে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট শুরু শুক্রবার। দ্বিতীয় টেস্ট শুরু মিরপুরে আগামী ৪ ডিসেম্বর থেকে। তার আগে তাসকিনের সেরে ওঠার সম্ভাবনা কমই।
-
সাকিব হাসলেন ও হাসালেন, বাংলাদেশ শেষ দিনে হাসবে তো?
-
‘চান্স নিয়ে’ সফল সাকিব
-
প্রথম ওভারে ১ উইকেটের পর খরুচে সালমা
-
উইকেট নয়, নিজেদের নিয়েই চিন্তিত সাকিব
-
‘কোহলি-ধোনিদের মতো একই ধাতুতে গড়া নয় রাহুল’
-
সেঞ্চুরি নয়, সাকিবের ভাবনায় তিন ঘণ্টা ব্যাটিং
-
'এখন তো বোলিংয়ে দায়িত্ব কম", ৫ উইকেট নিয়ে বললেন সাকিব
-
‘এমন পরিস্থিতিতে শান্তর রান আউট ভয়ঙ্কর’
সর্বাধিক পঠিত
- শেষ বিকেলে পথ হারিয়ে শঙ্কায় বাংলাদেশ
- সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!
- ৫ ট্রফি জয়ের কীর্তি গড়ে আবেগাপ্লুত মরিনিয়ো
- রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
- বাংলালিংকের বিরুদ্ধে মামলা তুলে নিল নগর বাউল ও মাইলস
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বাবার নামে বিদ্যুৎ বিল আসে ব্রাহ্মণবাড়িয়ায়
- দেখিয়ে দিতে চান আজার
- ঢাবিতে ফের সংঘর্ষে ছাত্রলীগ-ছাত্রদল
- সাবেক ওসি সিদ্দিকের ‘৫১ কোটি টাকার সম্পত্তি’ বাজেয়াপ্তের আবেদন