টি-টোয়েন্টির চোটে টেস্ট থেকে ছিটকে গেলেন তাসকিন

নিয়মরক্ষার শেষ টি-টোয়েন্টি খেলতে গিয়ে টেস্ট ম্যাচ থেকে ছিটকে গেলেন তাসকিন আহমেদ। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে খেলতে পারছেন না এই ফাস্ট বোলার, অনিশ্চিত দ্বিতীয় টেস্টে খেলা নিয়েও।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Nov 2021, 04:04 PM
Updated : 22 Nov 2021, 04:04 PM

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সোমবার পাকিস্তানের রান তাড়ায় ষষ্ঠ ওভারে হাতে চোট পান তাসকিন। নিজের বলে বাবর আজমের ড্রাইভ ঠেকাতে গিয়ে বল লাগে তার ডান হাতে। ১.১ ওভার বোলিং করে ফাস্ট বোলার তখনই মাঠ ছাড়েন ফিজিওর সঙ্গে।

পরে আবার মাঠে ফিরে দুই দফায় এক ওভার করে বোলিং করেন। ফিল্ডিং করেননি আর। ম্যাচ শেষে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চারটি সেলাই পড়ে তার হাতে।

ম্যাচ শেষের পর রাতে ঘোষিত প্রথম টেস্টের দলে তাকে রাখা হয়নি। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরি জানান তাসকিনের চোটের অবস্থা।

“সেলাই লেগেছে ওর। এক সপ্তাহ পরে আবার যেতে বলেছে, তখন সেলাই খুলবে। তারপর বোঝা যাবে কী অবস্থা।”

তাসকিনের চোট বাংলাদেশের জন্য বড় এক ধাক্কা। এই বছর ৩ টেস্টে ১৩ উইকেট নিয়ে বাংলাদেশের সফলতম পেসার তিনি।

চট্টগ্রামে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট শুরু শুক্রবার। দ্বিতীয় টেস্ট শুরু মিরপুরে আগামী ৪ ডিসেম্বর থেকে। তার আগে তাসকিনের সেরে ওঠার সম্ভাবনা কমই।