বাংলাদেশে খেলে যাওয়া হোয়াইটহেডের ইনিংসে ১০ উইকেট
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Nov 2021 01:18 AM BdST Updated: 21 Nov 2021 01:18 AM BdST
-
ম্যাচে ১৫ উইকেট নিয়েছেন শন হোয়াইটহেড। ছবি: ক্রিকেট দক্ষিণ আফ্রিকা
স্বপ্নের মতো একটা দিন কাটালেন শন হোয়াইটহেড। বাঁহাতি এই স্পিনিং অলরাউন্ডার প্রথম শ্রেণির ক্রিকেটে এক ইনিংসে তুলে নিলেন প্রতিপক্ষের ১০ উইকেট।
দক্ষিণ আফ্রিকার চার দিনের ফ্র্যাঞ্চাইজি সিরিজে ডিভিশন ২-এ সাউথ ওয়েস্টার্ন ডিসট্রিক্টসের হয়ে এই কীর্তি গড়েন ২৪ বছর বয়সী হোয়াইটহেড। বাংলাদেশে অনুষ্ঠিত ২০১৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার হয়ে খেলেছিলেন তিনি।
ইস্টার্নসের বিপক্ষে শনিবার দ্বিতীয় ইনিংসে ১২.১ ওভারে ৩৬ রানে ১০ উইকেট নেন হোয়াইটহেড। ১৮৬ রানের লক্ষ্য তাড়ায় ৬৫ রানেই গুটিয়ে যায় ইস্টার্নস।
পুরো ম্যাচই অসাধারণ পারফরম্যান্সে রাঙান তিনি। প্রথম ইনিংসে ৬৪ রানে নেন ৫ উইকেট। ব্যাটিংয়ে দুই ইনিংসে করেন ৬৬ ও ৪৫ রান। তার দল পায় ১২০ রানের জয়।
ব্যাটসম্যান তিনি ডানহাতি। সঙ্গে করেন বাঁহাতি স্পিন। ২০১৬ যুব বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার ছয় ম্যাচের সবগুলোতেই খেলেছিলেন তিনি। ২৬.০০ গড়ে উইকেট নিয়েছিলেন ৬টি।
এখন পর্যন্ত ১৩টি প্রথম শ্রেণির ম্যাচে ২৫.৬৪ গড়ে তার শিকার ৩৯ উইকেট। ব্যাট হাতে ৩৭.০০ গড়ে রান ৪৮১।
হোয়াইটহেডের ৩৬ রানে ১০ উইকেট দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটে দ্বিতীয় সেরা বোলিং। সেরা বোলিং লেগ স্পিনার বার্ট ভগলারের ২৬ রানে ১০ উইকেট, ১৯০৬ সালে জোহানেসবার্গে ইস্টার্ন প্রভিন্সের হয়ে।
চতুর্থ ক্রিকেটার হিসেবে দক্ষিণ আফ্রিকায় প্রথম শ্রেণির ক্রিকেটে ইনিংসে ১০ উইকেট নিলেন হোয়াইটহেড। তার আগে সবশেষ ২০০৭ সালে ওয়ারিয়র্সের হয়ে ঈগলসের বিপক্ষে ৬৫ রানে ১০ উইকেট নিয়েছিলেন পেসার মারিও অলিভিয়ের। চার জনের অন্যজন হলেন স্টিভেন জেফেরিস।
সব মিলিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ইনিংসে ১০ উইকেট পাওয়া বোলারদের তালিকা অবশ্য বেশ লম্বা।
টেস্ট ক্রিকেটে ইনিংসে ১০ উইকেট আছে কেবল ইংলিশ অফ স্পিনার জিম লেকার ও ভারতীয় লেগ স্পিনার অনিল কুম্বলের।
-
’৩০ বলে ৩০ রান থেকে ৫০ বলে ৯০ করে ফেলতে পারে বাটলার’
-
বাটলারের বিস্ফোরক সেঞ্চুরিতে ফাইনালে রাজস্থান, কোহলিদের বিদায়
-
বিপর্যয়ের ব্যাখ্যা নেই কোচের কাছেও
-
কোচের আশা পূরণ করতে পারেননি মোসাদ্দেক
-
তিন সংস্করণেই এক নম্বর হবেন বাবর, কার্তিকের ভবিষ্যৎবাণী
-
শ্রদ্ধা আর স্মৃতিচারণে সাইমন্ডসকে শেষ বিদায়
-
মুমিনুলের সঙ্গে খোলামেলা আলোচনা করবেন বিসিবি সভাপতি
-
মুমিনুলের ওপর ভরসা রাখছেন ডমিঙ্গো
সর্বাধিক পঠিত
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- বাটলারের বিস্ফোরক সেঞ্চুরিতে ফাইনালে রাজস্থান, কোহলিদের বিদায়
- ‘আর্জেন্টিনার জন্য প্রতিটি মিনিট, ম্যাচ গুরুত্বপূর্ণ’
- রাশিয়া নিয়ে ‘খেলা থামান’, যুদ্ধ বন্ধ করুন: পশ্চিমাদের জেলেনস্কি
- বিসিএসে বসা হলো না পিংকীর, সড়কে ঝরল প্রাণ
- এগিয়ে আসছে রুশ বাহিনী, পূর্বাঞ্চল ছাড়তে পারে ইউক্রেইনীয় সেনারা
- তিন সংস্করণেই এক নম্বর হবেন বাবর, কার্তিকের ভবিষ্যৎবাণী
- টেক্সাসের স্কুলে হামলাকারীর মা বললেন, ‘ক্ষমা করো’
- ‘৩০ বলে ৩০ রান থেকে ৫০ বলে ৯০ করে ফেলতে পারে বাটলার’
- মুমিনুলের সঙ্গে খোলামেলা আলোচনা করবেন বিসিবি সভাপতি