এবার ৩-০ করতে চায় পাকিস্তান
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Nov 2021 08:21 PM BdST Updated: 20 Nov 2021 08:21 PM BdST
প্রথম দুই ম্যাচের ফলে বিস্ময়ের উপকরণ নেই খুব একটা। অনুমিতভাবে প্রথম দুই ম্যাচেই সিরিজ জয় নিশ্চিত করেছে পাকিস্তান। প্রত্যাশা পূরণের হাত ধরে এবার তারা হোয়াইটওয়াশ করতে চায় বাংলাদেশকে।
বিশ্বকাপে দুই দলের যা পারফরম্যান্স, তাতে এই সিরিজে পাকিস্তানের জিততে না পারাটাই হতো অবাক করার মতো। তেমন অপ্রত্যাশিত কিছু ঘটেওনি। প্রথম ম্যাচে যদিও লড়াই বেশ জমাতে পেরেছিল বাংলাদেশ। ম্যাচ শেষের ৩ ওভার আগ পর্যন্তও ম্যাচে সম্ভব ছিল যে কোনো ফলই। তবে শেষ পর্যন্ত পাকিস্তান জিতে নেয় ম্যাচ। দ্বিতীয় ম্যাচে শনিবার বাংলাদেশ তেমন লড়াই করতেই পারেনি।
ম্যাচ শেষে পাকিস্তানের ব্যাটসম্যান ফখর আজম বললেন, এখন তারা সামনে তাকিয়ে পরের লক্ষ্য পূরণের দিকে।
“দেশের বাইরে খেললে জয় সবসময়ই গুরুত্বপূর্ণ। আমরা চেষ্টা করব তৃতীয় ম্যাচ জিততে এবং ৩-০ ব্যবধানে সিরিজ শেষ করতে।”
পাকিস্তানের জয়ের ভিত এ দিন গড়ে দেন বোলাররাই। বাংলাদেশকে তারা আটকে রাখে ১০৮ রানে। তবে বোলারদের দারুণ পারফরম্যান্সের ম্যাচেও ম্যান অব দা ম্যাচ ফখর জামান। ৫১ বলে ৫৭ রানে অপরাজিত থাকেন বাঁহাতি এই ব্যাটসম্যান।
এমনিতে দারুণ আগ্রাসী ব্যাটসম্যান হলেও এ দিন অনেকটা সময় পর্যন্ত রয়েসয়ে খেলেন ফখর। ১০ ওভার শেষেও তার রান ছিল ২২ বলে ২০। পরে অবশ্য দারুণ কিছু শট খেলে তিনি দ্রুত বাড়ান রান।
ফখর বললেন, উইকেটের আচরণ বুঝেই পরিস্থিতির দাবি মিটিয়ে ব্যাট করার চেষ্টা করেছেন তারা।
“উইকেট আগের দিনের চেয়ে ভালো ছিল। তারপরও আমাদের জন্য খুব আদর্শ উইকেট ছিল না। উইকেটের আচরণ যেমন ছিল, তাতে শুরুতে কাজটা সহজ ছিল না। শট খেলা কঠিন ছিল। আমরা চেষ্টা করেছি জুটি গড়তে। সেটায় আমরা সফল হয়েছি এবং জিততে পেরেছি।”
-
এখন তো বোলিংয়ে দায়িত্ব কম, ৫ উইকেট নিয়ে বললেন সাকিব
-
‘এমন পরিস্থিতিতে শান্তর রান আউট ভয়ঙ্কর’
-
মুমিনুলের চেয়ে ভালো কাউকে আপাতত দেখেন না সাকিব
-
তামিম শূন্য, মুমিনুল শূন্য, শেষ দিনের কঠিন পরীক্ষায় বাংলাদেশ
-
কুবরার ৪ উইকেটে গুলশান ইয়ুথ ক্লাবের বড় জয়
-
ভেটোরির আরেকটু কাছে সাকিব এবং পেসারদের এক যুগের খরা
-
চুক্তি হারিয়ে অভিমানে অবসরে স্যাটার্থওয়েট
-
শেষ বিকেলে পথ হারিয়ে শঙ্কায় বাংলাদেশ
সর্বাধিক পঠিত
- শেষ বিকেলে পথ হারিয়ে শঙ্কায় বাংলাদেশ
- রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- নিষেধাজ্ঞা তুলে নিলে ইউক্রেইন থেকে খাদ্যশস্য বের করতে দেয়া হবে: রাশিয়া
- দেখিয়ে দিতে চান আজার
- ‘ওয়ার্নের মতো সাকিব’, মুগ্ধ-অভিভূত ডোনাল্ড
- ‘গোপন একটা বিষয় আছে’, গুলিবর্ষণের আগে বার্তা টেক্সাসের তরুণের
- ৫ ট্রফি জয়ের কীর্তি গড়ে আবেগাপ্লুত মরিনিয়ো
- সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!
- বাংলালিংকের বিরুদ্ধে মামলা তুলে নিল নগর বাউল ও মাইলস