টেস্টের প্রস্তুতির জন্য টি-টোয়েন্টি সিরিজে বিশ্রামে জেমিসন
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Nov 2021 10:31 PM BdST Updated: 17 Nov 2021 10:31 PM BdST
প্রাথমিকভাবে ছিলেন টি-টোয়েন্টি সিরিজের দলে। কিন্তু টেস্ট সিরিজের আগে বিশ্রামের অংশ হিসেবে ভারতের বিপক্ষে ২০ ওভারের ক্রিকেটে দেখা যাবে না নিউ জিল্যান্ড পেসার কাইল জেমিসনকে।
টেস্ট সিরিজের জন্য প্রস্তুতি নিতে ইতোমধ্যেই টি-টোয়েন্টি সিরিজ খেলছেন না নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন। জয়পুরে এরই মধ্যে নিউ জিল্যান্ড টেস্ট দল অনুশীলন শুরু করেছে। লাল বলের প্রস্তুতি নিতে তাদের সঙ্গে যোগ দিবেন উইলিয়ামসন ও জেমিসন।
বুধবার জয়পুরে শুরু হয়েছে টি-টোয়েন্টি সিরিজ। পরের দুটি ম্যাচ হবে রাঁচিতে শুক্রবার ও কলকাতায় রোববার।
নিউ জিল্যান্ডের সংবাদমাধ্যম স্টাফ দলটির কোচ গ্যারি স্টেডের উদ্ধৃতি দিয়ে জানায়, লম্বা সফরে ভিন্ন ভিন্ন শহরে গিয়ে খেলা ও টেস্ট সিরিজের প্রস্তুতির দিকটি বিবেচনা করে জেমিসনকে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে।
“আমরা কেন (উইলিয়ামসন) ও কাইলের (জেমিসন) সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিয়েছি যে, তারা এই টি-টোয়েন্টি সিরিজে খেলবে না। তারা দুজনেই টেস্ট ম্যাচের জন্য প্রস্তুতি নিবে।”
“এটা অনেকটা ভারসাম্য আনার একটা চেষ্টা। পাঁচ দিনে তিনটি টি-টোয়েন্টি খেলার পাশাপাশি তিনটি ভিন্ন শহরে ভ্রমণ খুব, খুব ব্যস্ত সময়।”
আগামী ২৫ নভেম্বর থেকে দুই ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হবে ভারত ও নিউ জিল্যান্ড। গত জুনে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা দুই দলের এই লড়াই নতুন চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।
-
ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
-
২০২৩ আইপিএলেও চেন্নাইয়ের ‘অধিনায়ক’ ধোনি
-
নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
-
১১ বছর পর ইংলিশ ক্রিকেটে পোলার্ড
-
এশিয়া কাপ ও বিশ্বকাপ জয়ের জন্য সব করতে প্রস্তুত কোহলি
-
কোভিড পজিটিভ নিউ জিল্যান্ড দলের ৩ জন
-
নেটে দেড় ঘণ্টা ব্যাটিংয়ের পর কোহলির ৭৩
-
অবশেষে নায়ক কোহলি, টিকে রইল বেঙ্গালোর
সর্বাধিক পঠিত
- ‘পোশাকে আপত্তি তুলে’ তরুণী লাঞ্ছিত নরসিংদী স্টেশনে
- শিক্ষক হতে এসে ফিরলেন তারা লাশ হয়ে
- অবশেষে নায়ক কোহলি, টিকে রইল বেঙ্গালোর
- ফাইনালের একাদশ ঠিক করে ফেলেছেন আনচেলত্তি
- নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
- ভূমি সংস্কারে নতুন আইন, জমি রাখা যাবে ৬০ বিঘা
- উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পাওয়ার পর করণীয়
- বেনজেমা ফেরায় জায়গা হলো না জিরুদের
- ‘গণকমিশনের' নামে বিশৃঙ্খলা করলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
- টিভি সূচি (শুক্রবার, ২০ মে ২০২২)