ক্রিকেটারদের ভোটে ইংল্যান্ডের বর্ষসেরা রুট

বছরজুড়ে অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি পেলেন জো রুট। ইংল্যান্ডের প্রফেশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (পিসিএ) বর্ষসেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হলেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Sept 2021, 03:47 PM
Updated : 28 Sept 2021, 03:47 PM

সাদা পোশাকে বছরটা দুর্দান্ত কেটেছে রুটের। ৩০ বছর বয়সী ব্যাটসম্যান এই বছরে এখনও পর্যন্ত টেস্টে সেঞ্চুরি করেছেন ছয়টি। দেশের মাটিতে ভারতের বিপক্ষে সিরিজে সেঞ্চুরি করেছেন টানা তিন টেস্টে। সব মিলিয়ে এই বছর ১২ টেস্টে ৬৬.১৩ গড়ে তার রান ১৪৫৫।

চলতি ইংলিশ গ্রীষ্মে ৬ টেস্টে ৬৬.১০ গড়ে তার রান ৬৬১। যা তাকে এনে দিয়েছে এই গ্রীষ্মের সেরা টেস্ট খেলোয়াড়ের পুরস্কারও।

ক্রিকেটারদের ভোটে বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়ে দারুণ গর্বিত সময়ের সেরা ব্যাটসম্যানদের একজন রুট।

“পিসিএ পুরুষ বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়ে আমি খুবই গর্বিত। নিজের সহকর্মীদের কাছ থেকে স্বীকৃতি পাওয়া অনেক বড় ব্যাপার। তাদের সঙ্গে খেলেই অনেকটা সময় কেটে যায় এবং তাদের ভোট পাওয়া সত্যিই খুব সম্মানের। আমার বেড়ে ওঠার সময়ের নায়কদের অনেকেই এই ট্রফি জিতেছেন। তাদের পাশে থাকতে পেরে তাই আমি উচ্ছ্বসিত।”

“আমি খুব ভালো ছন্দে ছিলাম এবং খুব ভালোভাবে জানা ছিল, এই বছর কীভাবে রান করতে চাই। হাড্ডাহাড্ডি লড়াইয়ের কিছু ম্যাচ ছিল, যা ছিল খুবই উপভোগ্য। বিশ্বের সেরা দলগুলোর বিপক্ষে রান করেছি, তাই এটা আমাকে আত্মবিশ্বাস দিয়েছে, এমনকি একজন অভিজ্ঞ খেলোয়াড় হওয়া সত্ত্বেও।”

নারী ক্রিকেটে বর্ষসেরার পুরস্কার পেয়েছেন ইভ জোন্স। এই বছর তিন সংস্করণে ক্রিকেটে সেন্ট্রাল স্পার্কস ও বার্মিংহাম ফিনিক্সের সেরা পারফরমাদের একজন তিনি। যেখানে সব মিলিয়ে তিনি করেন ৮০০-এর বেশি রান।