বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফরের সূচি চূড়ান্ত
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Sep 2021 08:44 PM BdST Updated: 09 Sep 2021 08:44 PM BdST
আইসিসির ভবিষ্যৎ সফরসূচিতে থাকা বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফরের সূচি চূড়ান্ত হলো। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী মার্চে দেশটিতে যাবে বাংলাদেশ।
ওয়ানডে সিরিজ দিয়ে আগামী ১৮ মার্চ শুরু হবে দুই দলের লড়াই। পরের দুই ওয়ানডে ২০ ও ২৩ মার্চ। আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের অংশ এই সিরিজ।
৩০ মার্চ শুরু প্রথম টেস্ট, ৭ এপ্রিল থেকে দ্বিতীয় টেস্ট। কোনো ম্যাচেরই ভেন্যু চূড়ান্ত হয়নি এখনও।
বাংলাদেশ সিরিজসহ আগামী গ্রীষ্মে নিজেদের মাঠের সিরিজগুলোর সূচি বৃহস্পতিবার প্রকাশ করে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে ২৬ নভেম্বর শুরু তাদের এবারের গ্রীষ্ম। এই সিরিজটিও আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের অংশ।
এরপর ভারতের বিপক্ষে তারা খেলবে তিনটি টেস্ট, তিনটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি। ২৬ জানুয়ারি এই সিরিজ শেষে তারা যাবে নিউ জিল্যান্ড সফরে। সেখান থেকে ফিরে আবার দেশের মাঠে লড়বে বাংলাদেশের বিপক্ষে।
বাংলাদেশ সবশেষ দক্ষিণ আফ্রিকায় সফর করেছে ২০১৭ সালে। সেবার এবং আগের সব সফর মিলিয়ে, কখনোই সেখানে কোনো ম্যাচ জয়ের স্বাদ এখনও পায়নি বাংলাদেশ। তিন সংস্করণ মিলিয়ে ১৯ ম্যাচের সবগুলোয় জুটেছে হার।
-
পরপর দুই বলে লিটন-তামিমের বিদায়
-
সবার আগে ৫ হাজারে মুশফিক
-
শৃঙ্খলার ক্যানভাসে নিয়ন্ত্রণের তুলিতে আঁকা ইনিংস তামিমের
-
‘শান্ত সুপার ট্যালেন্টেড, মুমিনুল ঘুরে দাঁড়াবে’
-
বাংলাদেশ কী করে, আগ্রহ নিয়ে অপেক্ষায় লঙ্কান কোচ
-
দ. আফ্রিকার দুঃস্বপ্ন ভুলে আলোয় বাংলাদেশের ব্যাটিং
-
‘বাবার ঔষধ খেয়ে’ নিষিদ্ধ দ.আফ্রিকার হামজা
-
তামিমের সেঞ্চুরির দিনে শান্ত-মুমিনুলের হতাশা
সর্বাধিক পঠিত
- তামিমের সেঞ্চুরি ও তিন ফিফটিতে বাংলাদেশের দিন
- ফেনীতে গাড়ি তল্লাশি নিয়ে র্যাব-পুলিশের ‘হাতাহাতি’, আহত ৪
- ‘ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে থাকবে বিজয়’
- বঙ্গবন্ধু স্যাটেলাইট: তিন বছরে আয় ‘৩০০ কোটি টাকা’
- পদ্মাসেতু পার হতে কোন বাহনে কত টোল
- ‘মাদ্রিদে আসছেন এমবাপে’ ঘোষণার অপেক্ষায় রিয়াল
- লিভারপুলের জয়ে শিরোপা লড়াই গড়াল শেষ রাউন্ডে
- আসামে বন্যা: স্রোতের তোড়ে উল্টে গেল দাঁড়িয়ে থাকা ট্রেন
- শৃঙ্খলার ক্যানভাসে নিয়ন্ত্রণের তুলিতে আঁকা ইনিংস তামিমের
- বিশ্বকাপের আগে অ্যাডিলেইডে ক্যাম্প, নিউ জিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ